সুদীপের সঙ্গে বিচ্ছেদ! বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতার স্ত্রী পৃথা

অভিনেতার স্ত্রী পৃথা

দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও অভিনেত্রী পৃথা চক্রবর্তী। অভিনেতার স্ত্রী পৃথা নিজেই প্রথম সমাজ মাধ্যমে সে কথা জানিয়েছিলেন। যদিও সেই সময় সুদীপ জানিয়েছিলেন পুরোটাই প্রাঙ্ক।

এই নিয়ে সামজ মাধ্যমে বেশ শোরগোল হয়। পরে নিজেই অভিনেতা সবটা স্বীকার করে নেন। সুদীপ মুখোপাধ্যায় জানিয়ে দেন পৃথার সাথে আর কোনও রকম সম্পর্ক নেই তার।

বিচ্ছেদের কিছুদিনের মধ্যে জীবনে বড় বদল আনলেন অভিনেতার স্ত্রী পৃথা। সামাজিক পাতায় নিজের নাম বদলে ফেললেন। পৃথা চক্রবর্তী নাম পাল্টে সামাজিক প্রোফাইলে নাম রাখলেন সঞ্চারি চক্রবর্তী। কিন্তু আচমকাই নাম বদল?

আসলে পৃথার আসল নাম ভালো নাম সঞ্চারি চক্রবর্তী। বিচ্ছেদের পর অনেক কটাক্ষ ধেয়ে এসেছে তার জীবনে হয়তো তার জন্যই নিজের নাম পাল্টে সবকিছু নতুন করে শুরু করতে চাইছেন।