‘বয়কট’ দিতিপ্রিয়া! জিতু নয়, দিতিপ্রিয়াকে ধারাবাহিক থেকে বের করে দেওয়া হোক, সোশ্যাল মিডিয়ায় দাবি দর্শকের

বয়কট' দিতিপ্রিয়া

এই মুহূর্তে বাংলা অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা জিতু কমলকে নিয়ে শোরগোল নেটপাড়ায়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়কের সাথে শট দিতে রাজী নন নায়িকা। নেপথ্য পূর্বের নায়ক-নায়িকার সমস্যা। এমনি রোম্যান্টিক দৃশ্যে দিতিপ্রিয়াকে ছুঁতে পারবেন না  জিতু। নায়ক-নায়িকার একসাথে স্ক্রিন থাকলে ফ্লোরে জিতু সময় মতো পৌঁছালেও বারবার ডাকতে হয় দিতিপ্রিয়াকে। অপমানিত হয়ে এই মেগা শো থেকে সরে দাঁড়ালেন নায়ক আর্য।

গতকাল জিতু কমল একটি পোস্টের মারফত সবটা পরিষ্কার করে জানান। অভিনেতা জানিয়েছেন তাঁর সহ-অভিনেত্রী তাঁর সঙ্গে শট দিতে রাজী নয়, এমনকি দিতিপ্রিয়া প্রোডাকশন হাউসের কাছে অভিযোগ তুলছেন জিতু খারাপ মানুষ, কোনও মহিলা অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার যোগ্য নন। তাঁর আরও দাবি নায়ক শরীর খারাপের নাটক করছে।

জিতু পোস্টে লেখেন, এসভিএফ সংস্থা তিনজন দিতিপ্রিয়ার কথা সহমত জানিয়ে জিতুকে ধারাবাহিক ছাড়ার জন্য পরামর্শও দিয়েছেন। তাই আর অপমান সহ্য করতে না পেরে অবশেষে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

এদিকে ঝামেলার মাঝেই জি-বাংলার তরফ থেকে আর্য-অপর্ণার শুভ পরিণয়ের একটি অ্যানিমেশন প্রোমো সামনে আনা হয়। আর তারপরেই প্রশ্ন উঠেছে শেষ হতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে কয়েকজনকে নিয়ে মিটিং ডাকা হয়েছে। সমস্যার সমাধান না হলে জিতু ধারাবাহিক থেকে বেরিয়ে আসতে পারেন।

এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকেরা। জিতু অনুরাগী নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে জিতুকে অপমান করায় দিতিপ্রিয়াকে একহাত নিয়েছেন নেটিজেন।

দর্শকের দাবি, জিতু নয়, দিতিপ্রিয়াকে সিরিয়াল থেকে বাদ দেওয়া হোক। এসভিএফ এবং চ্যানেলের কাছে দর্শক অনুরোধ জানিয়েছেন এই মেগা তাদের জীবনের একটি অংশ তাই কোনও মতে বন্ধ হলে তারা মেনে নেবেন না বরং দিতিপ্রিয়াকে বার করে নতুন নায়িকা নিয়ে আসা হোক। এমনকি সোশ্যাল মিডিয়ায় জুড়ে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা।