অবশেষে শেষ হল সান বাংলা’য় বসু পরিবার। একান্নবর্তী পারিবারিক বন্ধন নিয়ে তৈরি হয়েছিল এই মেগা। এই ধারাবাহিকের প্রথমে নায়িকার চরিত্রে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এবং অভিনেতা সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে পরবর্তীকালে নায়িকার পরিবর্তন হয়। শ্রীমার পায়ে চোট পাওয়ায় ধারাবাহিকের মাঝপথে ছেড়ে দেন এবং পরবর্তীকালে তার জায়গায় আসেন অভিনেত্রী সম্পূর্ণা মন্ডল।
ধারাবাহিকের কর্তা ছিলেন অঞ্জন বসু। যিনি নিজের পরিবারের সকলের জন্য একসময় তার সর্বস্ব দেন কিন্তু সেই পরিবারের লোকজন তাকে অবহেলা করে। ধারাবাহিকের গল্প কিছুটা এই ধরণের ছিল।
অবশেষে নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হয়ে গেছে এই ধারাবাহিক। শুটিং শেষে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ নায়িকা। সম্পূর্ণা নিজের ইনস্টাগ্রামে শেষ দিনের কিছু ছবি ভাগ করে লেখেন, ‘নীলার গল্প ফুরোলো… ‘বসু পরিবার’ শেষ করার সময় আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠছে। নাটকীয় মুহূর্ত থেকে শুরু করে পর্দার আড়ালে হাসি পর্যন্ত, এই যাত্রা অবিশ্বাস্যর চেয়ে কম কিছু নয়। অসাধারণ দলের জন্য কৃতজ্ঞ! সেটে উষ্ণতা এবং সৌহার্দ্য সত্যিই বিশেষ কিছু ছিল! সকলকে ধন্যবাদ! সাইন আপ করছি!’
View this post on Instagram