বাংলা ছেড়ে এবার ওড়িয়া ছবির নায়ক বনি সেনগুপ্ত। ছবির নাম ‘আজিরা রেবতী’। পুরী শহরের বিখ্যাত গীতিকার বদ্রি মিশ্রর একটি ছোটগল্পের উপর ভিত্তি করে তৈরি এই ছবির চিত্রনাট্য। ছবির পরিচালক শুভ্রাংশু দাস। এই ছবিতে বনি সেনগুপ্তর বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন ওড়িয়া অভিনেত্রী শীতল পাত্র।
ছবি প্রসঙ্গে ইটিভি ভারত-কে বনি বলেন, এটি তার প্রথম ওড়িয়া ছবি। প্রথমেই ছবির গল্প শুনে মন ছুঁয়ে গিয়েছিল তার, আর সেই কারনেই ছবিটি করার সিদ্ধান্ত নেন বনি। ছবির গল্প মূলত নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নকে কেন্দ্র করে।
চরিত্র প্রসঙ্গে বনি জানান, গল্পে গুরু ‘সুবোধ’-এর চরিত্রে অভিনয় করেছেন বনি। চরিত্রটি বেশ ভালো লেগেছে বলে জানায় অভিনেতা। আগামী দিনেও ওড়িয়া ছবিতে কাজ করার ইচ্ছে আছে বলে জানান অভিনেতা।
ছবিতে ওড়িয়া ভাষা বলতে অসুবিধা হয়নি? এমন প্রশ্নের উত্তরে বনি বলেন, ‘ওড়িয়া ভাষা বেশ কঠিন। এর আগে আমার এই ভাষা সম্পর্কে কোনও ধারণ ছিল না। শ্যুটিংয়ের এক সপ্তাহ আগে চিত্রনাট্য পেয়েছিলাম। খুব কম সময় ছিল, তাই তেমন প্রস্তুতি নিতে পারিনি। তবে আমার জন্য একজন অনুবাদক ছিলেন। শ্যুটিংয়ের সময় পরিচালকও অনেক হেল্প করেছেন।’
১১ এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবি। দর্শকের কততা মন ছুঁতে পারল ‘আজিরা রেবতী’, সেটাই দেখার পালা।