রুক্মিণীর বিনোদিনী দেখে মুগ্ধ স্বয়ং বলিউডের ‘লগান’ পরিচালক, কী বললেন তিনি?

রুক্মিণী মৈত্র

সম্প্রতি মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত নটী বিনোদিনীর জীবন নিয়ে তৈরি ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের ‘প্রাণ’ বিনোদিনী দাসীর জীবনকাহিনি ফুটে উঠেছে এই ছবিতে।

এবার ছবির প্রথম ঝলক দেখলেন ‘লগান’ ছবির পরিচালক আশুতোষ গোয়াড়িকর। ছবিতে রুক্মিণীর অভিনয়ে মুগ্ধ পরিচালক। এই প্রসঙ্গে রুক্মিণীকে ফোন করে মুম্বইয়ে নিজের অফিসে আমন্ত্রণ জানিয়েছিলেন পরিচালক। আশুতোষ গোয়াড়িকরের মন একজন প্রখ্যাত পরিচালকের ডাক পেয়ে
সোজা পরিচালকের অফিসে পৌঁছেছিলেন বাংলার ‘বিনোদিনী’।

এই প্রসঙ্গে রুক্মিণী জানিয়েছেন, “সব অভিনেতা-অভিনেত্রীর ইচ্ছে থাকে একবার আশুতোষ গোয়াড়িকরের সঙ্গে মোলাকাতের। আমারও সেই স্বপ্ন ছিল। আর কী অসম্ভব বিনয়ী এবং ভদ্র মানুষ। ছবি, অভিনয় নিয়ে নানান আলোচনা হয়েছে আমাদের।”

অন্যদিকে আশুতোষ জানিয়েছেন,”বিনোদিনী চরিত্রটিকে রুক্মিণী যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তা এককথায় অপূর্ব। ওঁর দুরন্ত পারফরম্যান্সের সঙ্গে নাচের দক্ষতার কথা স্বীকার করতেই হবে। এ ছবি নতুন করে চিনিয়েছে ভারতীয় থিয়েটারের অজানা রথী-মহারথীদের। এই ছবি যাতে সফল ও সমাদৃত হয়, তার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।”