অনির্বাণের জয়জয়কার! ‘বকুলতলায় ভিড় জমেছে’ অনির্বাণের গাওয়া বাংলা গান গাইলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, মুগ্ধ নেটিজেন

অভিনেত্রী বিদ্যা বালান

কিছু এমন জনপ্রিয় বাংলা গান রয়েছে যা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম রিলসে ট্রেন্ডিং এ থাকে। এমনকি সেই গানে মাঝেমধ্যে রিলস করতে দেখা যায় বলিউড সেলিব্রেটি। বর্তমানে ভাইরাল তেমনি একটি বাংলা গান হল  ‘আমাদের বকুলতলায় ভিড় জমেছে।’

অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে এই গানে রিলস বানিয়েছেন আট থেকে আশি। এমনকি গানের মানে না জানলেও কিছু বলিউড শিল্পীরা এই গানে রিলসে মেতেছেন। তবে এবার সেই গান শোনা গেল বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের কণ্ঠে।

সম্প্রতি বিদ্যা বালান তার নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেল গোলাপি রঙয়ের চুড়িদার পরে রয়েছেন অভিনেত্রী। বাংলার ভাইরাল ‘আমাদের বকুলতলায়’ গানটিতে ঠোঁট মেলাচ্ছেন। গানটি গেয়ে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, “আজ পুরোপুরি বাংলায় জমজমাট। আমার প্রথম হিন্দি সিনেমা ‘পরিণীতা’ পুনরায় মুক্তি পেতে চলেছে ২৯ অগস্ট। আজ তারই প্রিমিয়ার।”

 

View this post on Instagram

 

A post shared by Vidya Balan (@balanvidya)