যারা ইউটিউবে রান্নার রেসিপির চ্যানেলগুলি ভিউ করেন, তারা নিশ্চয়ই ৮২ বছরের জনপ্রিয় বাঙালি ঠাকুমাকে চেনেন। যিনি তার ‘ভিলফুড’ চ্যানেলের মাধ্যমে নতুন রকমারি রান্না শেখায়। হ্যাঁ, এখানে জনপ্রিয় ইউটিউবার ঠাকুমা পুষ্পরানি সরকারের কথা বলা হচ্ছে।
ঠাকুমা পুষ্পরানি সরকার বাগানের সবজি, নিজের পুকুরের মাছ এবং শীল-নোড়ায় পেষা মশলা দিয়ে রান্না করে শুধু বাঙালির মন নয় গোটা বিশ্বের মানুষের মন জয় করেছেন। বর্তমানে তার চ্যানেল ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। মাঝেমধ্যেই বাঙালি তারকারা ঠাকুমার হাতে রান্না খেতে চলে যান। শোনা যায় তার হাতের রান্নায় নাকি জাদু রয়েছে।
এবার এই ঠাকুমার হাতের চিতল মাছের মুইঠা খেতে মুম্বাই থেকে বীরভূমের এই গ্রামে চলে এলেন বলিউড অভিনেত্রী সুমনা চক্রবর্তী। যাকে আপনারা কপিল শর্মা শোতে দেখেছেন। ‘ভিলফুড’ চ্যানেলের নতুন ভিডিওতে দেখা গেল বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী মেঝেতে বসেই জমিয়ে ঠাকুমার হাতের চিতল মাছের মুইঠা খাচ্ছেন। তার সঙ্গে ছিল বাঙালি খাবার-দাবার।
খাওয়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন অসাধারণ খেতে। তিনি এই প্রথম চিতল মাছের মুইঠা খেলেন। পাশাপাশি ভিডিওতে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল। এমনকি বাংলা ভাষাও শিখে নিয়েছেন ঠাকুমার কাছ থেকে।