একাধিক দুঃসংবাদের মাঝে ফের খুশির খবর। মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানা খান। সানা খান ২০২০ সালে সানা খান বিয়ে করেন মুফতি আনসের সাথে। বিয়ের পর অভিনয় ক্যারিয়ার ছেড়ে দেন সানা।
বিয়ের পরেই ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন সানা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নিজের জীবনের আপডেট দিতে থাকেন। সানার একটি পুত্র সন্তান রয়েছে।
ডিসেম্বর মাসেই নিজের প্রেগন্যান্ট হওয়ার সুখব শেয়ার করে নেন। অবশেষে সেই দিন হাজির। সানা আর মুফতি আনসের ঘরে এলো দ্বিতীয় সন্তান। ফের পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী। সেই সুখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন।
View this post on Instagram