দুর্দান্ত খবর! টলিপাড়ায় এবার নতুন জুটি। এই প্রথমবার বলিউডের নায়ক বাংলা ছবিতে। টলিউড থেকে অনেক অভিনেতা অভিনেত্রী বলিউডে গিয়ে কাজ করলেও বাংলা ছবিতে খুব একটা দেখা যায় না বলিউড তারকাদের। তবে প্রথমবার বাংলা ছবিতে কাজ করতে চলেছেন শরমন জোশী।
তবে বলিউড অভিনেতা শরমনের বিপরীতে দেখা যাবে কোন অভিনেত্রীকে? ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। দার্জিলিং আর মুর্শিদাবাদ জুড়ে হবে ছবির শুটিং৷ পরিচালক জানালেন, ইতিমধ্যেই বাংলা শেখা শুরু করেছেন অভিনেতা শরমন।
ছবির নাম ‘ভালবাসার মরসুম’। পরিচালনায় এম এন রাজ। আদ্যোপান্ত প্রেমের গল্প নিয়ে পরিচালক আনন্দবাজার ডট কমকে জানান, ‘এখন বড় পর্দায় বাঙালিয়ানাই তুলে ধরার চেষ্টা করছে৷ তাই আমার মনে হল এখন প্রেমের গল্প বলা দরকার। এখানে কলেজ প্রেম আছে। স্বামী-স্ত্রীর সংসার, বন্ধুত্বের গল্পও আছে।’