আগামী ১১ এপ্রিল মুক্তি পেয়েছে সুমন ঘোষ পরিচালিত ছবি ‘পুরাতন’। এই ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত ও বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের যুগলবন্দী। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত-কে। ইতিমধ্যেই বক্স অফিসে সাড়া ফেলেছে এই ছবি।
এবার ছবির জন্য শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেতা আর মাধবন। সম্প্রতি একটি পোস্ট শেয়ার করে মাধবোন লেখেন, ‘পুরাতন’ ছবি জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই আমার প্রিয় বন্ধু ঋতুপর্ণা, কিংবদন্তি শিল্পী শর্মিলা ঠাকুর এবং পরিচালক সুমন ঘোষ-কে। শুভেচ্ছা জানাই ছবির সমস্ত কলাকুশলীদেরকেও। ছবির ঝলক দেখে আমার দারুণ লেগেছে। এককথায় এই ছবির সবকিছুই ভাল লেগেছে। অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি ‘পুরাতন’ দেখব বলে।’
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের উদ্যোগেই ১৪ বছর পরে আরও একবার বাংলা ছবিতে ফিরলেন শর্মিলা ঠাকুর। অন্যদিকে মুম্বইতেও এই ছবির প্রচারে সইফ আলি খান সহ গোটা পতৌদি পরিবার সঙ্গে ছিলেন।