ছোটপর্দার এভারগ্রিন জুটি পাখি-অরণ্য কথা মনে পড়ে? ঠিক ৯ বছর আগে এইদিনে ইয়ং জেনারেশনের মনে প্রেম জাগিয়েছিল ‘বোঝেনা সে বোঝেনা’। স্টার জলসার সেই জনপ্রিয় ধারাবাহিক আজও মানুষের মনে গাঁথা।

বর্তমানে এই দুইজন বড়পর্দায়। ছোটপর্দায় এদের দেখা যায়নি ঠিকিই কিন্তু আজও এই ধারাবাহিকের চর্চা হয় ফ্যান পেজগুলিতে। আজ ৯ বছর পূর্ণ হল ‘’বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের। এত বছর পরও এই ধারাবাহিককে মনে রেখেছেন নেটিজেনরা। সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় নস্টালজিক হয়ে পড়েছেন ওপাখি-অরণ্যর একনিষ্ঠ ভক্তরা।


