‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ধারাবাহিকের এই ছোট খুদে নজর কেড়েছে দর্শকের, কে এই বোধিসত্ত্ব?

বোধিসত্ত্বর বোধবুদ্ধি

খুব শীঘ্রই টিভির পর্দায় আসতে চলেছে জি-বাংলার নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে। এই ধারাবাহিকের হাত ধরেই আবার পর্দায় ফিরছেন ‘অগ্নিপরীক্ষা’র সোনালি চৌধুরী। সাংসারিক ঝামেলা, কুটকাচালি নয় বরং একাধিক শিশুদের মজার কাণ্ডকারখানা নিয়ে তৈরি এই ধারাবাহিক।

‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ধারাবাহিকের মধ্যমণি হল ছোট বালক বোধিসত্ত্ব। যে নিজের বুদ্ধি দিয়ে মাঝেমধ্যে পরিবারের সকলকে তাক লাগিয়ে দেয়। ধারাবাহিকের মাত্র দুটো প্রোমো সামনে এসেছে, এরমধ্যেই দর্শকের মন জিতে নিয়েছে বোধিসত্ত্বর নামের এই ছোট খুদে। কে এই বোধিসত্ত্ব?

‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ধারাবাহিকে বোধিসত্ত্ব চরিত্রে অভিনয় করছে ছোট শিশুশিল্পী রায়ান গুহনিয়োগী। সেন্ট লরেন্স স্কুলে দ্বিতীয় শ্রেণিতে ছাত্র রায়ান। আনন্দবাজার অনলাইনে এই খুদের মা জানিয়েছেন, বোধিসত্ত্ব অর্থাৎ রায়ান খুব ভালো নাটক করতে পারে। পর্দার মতো বাড়িতেও নাকি মজার কাণ্ডকারখানা করে থাকে সে। খুব সুন্দর আবৃতি করতে পারে এবং এই খুদে নাচ পছন্দ করে। ফেসবুকে রায়ানের কিছু ভিডিও চ্যানেল কর্তৃপক্ষের নজরে আসে এবং সেখান থেকে অডিশনের সুযোগ পায় রায়ান।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here