বাংলার শিশুশিল্পীদের মধ্যে নতুন মুখ অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী। এই মুহূর্তে যাকে আপনারা দেখতে পারছেন জি-বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে। বোধিসত্ত্বের নতুন স্কুলের ক্লাসমেট সৃজিতা চরিত্রে অভিনয় করেছেন এই মেয়েটি।
এর আগে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের সারদা মায়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিল অয়ন্যা। অতটুকু বয়সে ছোট্ট মা সারদার ভূমিকা খুব সুন্দরভাবে টিভির পর্দায় ফুটিয়ে তুলেছিল মেয়েটি, যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল দর্শক। তাঁর অভিনয় তাঁকে বড়পর্দায় সুযোগ করে দেয়। অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে মিনি সিনেমায় অভিনয় করেন এই ছোট মেয়েটি।
তবে শোনা যাচ্ছে, ইতিমধ্যে বলিউডে ডেবিউ করে ফেলেছে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ সৃজিতা। হিন্দি ওয়েব সিরিজ ‘ব্রাউন’-এ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর চরিত্রের নাম অহনা। এমনকি এই সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুর। বলাই বাহুল্য, নিজের প্রতিভার জেরে ছোট বয়সেই সাফল্যে মুখ দেখেছে এই বাঙালি কন্যা।