‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ টিভিতে সম্প্রচারিত না হলেও ধারাবাহিকের প্রথম প্রোমো দেখে বোঝা গেছে পরকীয়া কিংবা কুটকাচালি নয় বরং ভিন্ন স্বাদের গল্প বুনবে এই ধারাবাহিক। একাধিক শিশু শিল্পীকে নিয়ে তৈরি এই সিরিয়াল।
সিরিয়াল মুখ্য চরিত্রে একটি ছোট বালক যার নাম বোধিসত্ত্ব। এই ছোট বয়সে তার আজব বুদ্ধি অবাক করবে পরিবারের সকলকে। অনেকদিন পর শিশুদের নিয়ে ধারাবাহিকের স্বাদ পেতে চলেছে জি-বাংলার দর্শক। সম্প্রতি জি-বাংলার চ্যানেল তরফ থেকে এই ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো সামনে এসেছে। বলাই বাহুল্য, শুরুর আগেই প্রোমো দেখার পর এই ছোট খুদের অভিনয় দর্শকের মন জিতে নিয়েছে।
এই প্রোমোতে দেখা যাচ্ছে, স্কুলে গিয়ে শিক্ষককে আরশোলার বিজ্ঞানসম্মত নাম বলেছে বোধিসত্ত্ব এবং তার মাস্টারমশাইকে সে জানায় আরশোলা একটি নিরীহ প্রাণী। কিন্তু সেই মুহূর্তেই নিজের খাতায় জ্যান্ত আরশোলা দেখে ভয়ে দৌড় লাগায় সে। ধারাবাহিকের এই প্রোমো বেশ মজার লেগেছে এবং এই খুদের প্রশংসা জানিয়েছেন তারা। এবার দেখার বিষয় কতটা জনপ্রিয়তা পায় এই ধারাবাহিক।