জি-বাংলায় সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। ধারাবাহিকটি শিশুদের নিয়ে তৈরি। ধারাবাহিকের মূল আকর্ষণ ছোট বালক বোধি, যে নিজের বুদ্ধি দিয়ে মজার কান্ডকারখানা করে থাকে। এই বয়সে তাঁর বুদ্ধি দেখে অবাক হয়ে যান সকলে। শুরু থেকেই ধারাবাহিকের কনসেপ্ট মন ছুঁয়ে গেছে দর্শকদের। ছোট বোধি’র প্রশংসা পঞ্চমুখ দর্শক।
তবে এবার ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে আপত্তি জানাতে দেখা গেল। সম্প্রতি ধারাবাহিকে একটি এপিসোডে দেখা গেছে, স্কুলে বোধি ক্লাস ফোরে পড়ে। কিন্তু নতুন স্কুলে গিয়ে ক্লাস চলাকালীন ক্লাস সেভেনের অংক বিনা বাধায় চটপট কষে ফেলল বোধি। যা একটি অবাস্তব ব্যাপার লেগেছে অধিকাংশ দর্শকের।
তারা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, “এটা একটু অবাস্তব হয়ে গেল। তাদের মতে ধারাবাহিকটি খুব সুন্দর। তাই এমন চরিত্র তুলে ধরা উচিত নির্মাতাদের, যার সঙ্গে সকলে সামঞ্জস্য খুঁজে পাবে”।