বাংলা ইন্ডাস্ট্রির জাত অভিনেতা হলেন শাশ্বত চ্যাটার্জী। বাংলার পাশাপাশি কাজ করেছেন হিন্দি ছবিতেও। বলিউডের খ্যাতনামা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। কিছুদিন আগে শাশ্বত চ্যাটার্জির কন্যা হিয়া চ্যাটার্জী সিনেমায় ডেবিউ করেছেন।
শাশ্বত কন্যা হিয়ার প্রথম ছবি ‘মন মানে না’। ছোট থেকে বাবাকে অভিনয় করতে দেখেছেন সেই থেকে অভিনেত্রী হতে চেয়েছেন হিয়া।
সম্প্রতি অভিনেতা খরাজ মুখার্জি হিয়ার অভিনয়ে দেখে এতটাই মুগ্ধ হয়ে যান যে শাশ্বত চ্যাটার্জীকে ফোন করে জানান। খরাজ মুখার্জির কাছ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে যান অভিনেতা।
এক সাক্ষাৎকারে শাশ্বত চ্যাটার্জী বলেন, ‘আমি তখন জর্জিয়াতে শুট করছি, হঠাৎ ফোন। খরাজদা। বললেন, তোর মেয়ের সঙ্গে অভিনয় করছি! আমি ললাম, ‘দাদা কিছু ভুল হয়েছে! একটু শিখিয়েপড়িয়ে নাও!’ ঘুরিয়ে বললেন, আরে রক্ত কথা বলে! একেবারেই মনে হচ্ছে না, প্রথম ছবি করছে, মনে হচ্ছে ২০-২৫টা করে ফেলেছে!’ খরাজ মুখোপাধ্যায়ের কাছে এমন কথা শুনে মেয়ের উপর গর্ব বোধ করেন অভিনেতা।
সূত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/kharaj-mukherjee-is-stunned-by-the-performance-of-saswata-chatterjees-daughter-hiya-31592