লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেন বিপ্লব চট্টোপাধ্যায়

বিপ্লব চট্টোপাধ্যায়

লেখিকা-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়কে প্রকাশ্যে আক্রমণ করে তীব্র নিন্দার মুখে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। কিছুদিন আগে সাক্ষাৎকারে লীনা গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসেন এই অভিনেতা। তার জেরেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে।

শনিবার ভরত কল তার ফেসবুক পোস্টে বিপ্লব চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করেন। এই সাক্ষাৎকারে বিপ্লব চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “লীনা গঙ্গোপাধ্যায় শুধু জনপ্রিয় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টেস যৌথ কর্নধার নন, তিনি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনও বটে।  তা সত্ত্বেও তাঁর একাধিক ধারাবাহিকে দু-তিনতে করে বিয়ে-কূটকাচালি, যা সমাজকে নষ্ট করছে। লীনা যেভাবে তার ধারাবাহিকে নারী চরিত্রগুলিকে তুলে ধরছেন তাতে মহিলাদের অবমাননা করা হচ্ছে। ‘ওই মহিলাকে তো গুলি করে মেরে ফেলা উচিত’। তার এই মন্তব্য শোনার পর ধিক্কার জানায় একাধিক সেলিব্রেটিরা।

অভিনেতা ভরত কল তার ফেসবুকে ভিডিওটি পোস্ট করে তীব্র নিন্দা করে জানায়,  ‘খুবই দুঃখের সঙ্গে বিপ্লব চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের নিন্দা করছি। আমি কখনই আশা করিনি যে আপনি এই ধরনের কথা বলবেন, আপনি যে ভাষায় উচ্চারণ করেছেন তা আপনার কোনো অধিকার নেই….. এটা লজ্জাজনক…. প্রবীন অভিনেতা হিসাবে আপনি আমাদের মাথা হেঁট করে দিলেন, অভিনেতা হিসাবে আমি লজ্জিত, আপনার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি’ ।

সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা হওয়ার পর লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে ক্ষমা চাইলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনকে এই বর্ষীয়ান অভিনেতা জানিয়েছেন, “উত্তেজনায় কথার পৃষ্ঠে কথায় ‘গুলি করে মারা’র কথাটি বলে ফেলেছি। লীনাকে উদ্দেশ্য করে বলতে চাইনি। আমি আন্তরিকভাবে দুঃখিত”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here