বছরের শুরুতে জানুয়ারির ২৩ তারিখ মুক্তি পেয়েছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। বিনোদিনীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এবার বিদেশের মাটিতে স্বীকৃতি পেল রুক্মিণীর বিনোদিনী। দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশে জয়লাভ। স্বাভাবিক ভাবেই উত্তেজিত অভিনেত্রী রুক্মিণী।
৫ বছরে এই পর এই ছবি বড়পর্দায় আসায় বেশ প্রশংসায় ভরিয়ে দেন দর্শক। এবার বিদেশে পুরস্কার জিতল রাম কমলের ‘বিনোদিনী’।
সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তিন তিনটি বিভাগে পুরস্কার জিতেছে ‘বিনোদিনী’। প্রথম বাংলা ছবি যা সাফল্য পাচ্ছে বিদেশে। হিন্দুস্থান টাইমস বাংলাকে রাম কমল মুখোপাধ্যায় জানায়, ‘এটা বিশাল একটা প্রাপ্তি। আমি সেরা পরিচালক পুরস্কার পেয়েছি, রুক্মিণী সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে। আর ছবিটি সেরা দর্শকদের পছন্দের পুরস্কার পেয়েছে। ইতিমধ্যেই সারা দেশে মুক্তি পেলেও, বিনোদিনী যে আমেরিকায় গেল, বিনোদিনীর গল্প যে বিদেশে গেল, সম্মান পেল সেটার অনুভূতি বলে বোঝানো যাবে না। আমার মনে হয় এখান থেকে আমাদের সফরটা আসলে শুরু হল। আমি আর রুক্মিণী যেটা সবসময় বলি যে পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত। আমার মনে হয় আমাদের বিনোদিনীর সফরের এটা কোথাও একটা মধ্যান্তর। সিনেমাটা শেষ হয়নি এখনও।’