অভিনয়ের পাশাপাশি অসাধারণ নৃত্যশিল্পী বীণাপাণি, জামাইষষ্ঠী স্পেশাল পর্বে নেচে প্রশংসা পেলেন অভিনেত্রী অ্যানমেরি টম

 অ্যানমেরি টম

অনেকদিন ধরেই স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিক। প্রথম থেকে দর্শকের একাংশ ধারাবাহিকটি পছন্দ করছেন। গ্রাম-বাংলার নির্ভীক এবং প্রতিবাদী মেয়ে ‘বীণাপাণি’কে নিয়ে তৈরি ধারাবাহিকের গল্প।

গ্রামের দীন-দরিদ্র কৃষক এবং শ্রমিকদের জন্য লড়াই করতে বীণাপাণি কখনও পিছুপা হয় না। টিভির পর্দার এমন সাহসী চরিত্র বেশ পছন্দ করছেন দর্শক। ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকে বীণাপাণি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অ্যানমেরি টম (Annmary Tom)। যিনি টলিপাড়ার একেবারেই নতুন মুখ। তার বিপরীতে রয়েছেন “প্রথমা কাদম্বিনী” ধারাবাহিকে “দ্বারকানাথ” অর্থাৎ অভিনেতা হানি বাফনা।

বীণাপাণি ওরফে অ্যানমেরি টম একজন অভিনেত্রীর পাশাপাশি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী। ছোট থেকেই নাচের প্রতি ভীষণ আগ্রহ মেয়েটির। পড়াশুনোর পাশাপাশি নাচও শিখেছেন তিনি। এবার স্টার জলসার জামাইষষ্ঠী স্পেশাল পর্বে নাচতে দেখা যাবে বীণাপাণিকে। স্টার জলসার চ্যানেল কলাকুশলীদের নিয়ে আয়োজন করা হয়েছেন জামাইষষ্ঠী পর্ব। আর এই পর্বেই নৃত্য পরিবেশন করবেন অ্যানমেরি। বলাই বাহুল্য, তাদের নাচের এক ঝলক ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here