বড় চমক! প্রথমবার একসঙ্গে সুখবর জানালেন নীল-তৃণা

নীল-তৃণা

টেলিভিশন জগতের হিট জুটি নীল ভট্টাচার্য আর তৃণা সাহা। বাস্তবে যেমন কেমিস্ট্রি, পর্দাতেও তাদের রসায়ণও দেখার মতো। দীর্ঘ দিনের সম্পর্কের পর একসঙ্গে সংসার শুরু করেন তারা। প্রেম নিয়ে তারকা-দম্পতির চর্চার শেষ নেই। তবে চলতি বছরেই দারুণ সুখবর দিতে চলেছেন নীল-তৃণা।

তৃনীল ভক্তদের জন্য নয়া উপহার আনছেন তারা। তা নিয়ে এই প্রথমবার মুখ খুললেন দম্পতি। জানা যাচ্ছে, এই প্রথম এক সিরিজে কাজ করতে চলেছেন তারকা-দম্পতি। আরও একবার পর্দায় তাদের রসায়ন দেখতে চলেছেন গোটা দর্শকমহল।

ক্লিক প্ল্যাটফর্মে ‘মিল্কশেক মার্ডার’ নামে একটি সিরিজ আসতে চলেছে। সিরিজ পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা করছেন, ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। নীল-তৃণা ছাড়াও এই সিরিজে দেখা মিলবে সৌরভ দাস ও জয়ী দেব রায়ের।

পরিচালক জানিয়েছেন, গোটা সিরিজ জুড়ে একটা খেলার অবতারণা রয়েছে। যেখানে অজান্তেই জড়িয়ে পড়ে বাকি সমস্ত চরিত্ররা। আর খেলায় জিততে একে অপরের প্রতি হিংসা, দুঃখ, রাগ, হতাশার মতো আবেগে জরিয়ে ফেলে নিজেদের। সব মিলিয়ে গোটা সিরিজেই রয়েছে দারুণ কিছু উত্তেজক মোড়।