TRP-তে বড় চমক! সকলকে হারিয়ে ছক্কা হাঁকাল ‘শুভ বিবাহ’, হেরে গেল জগদ্ধাত্রী, মিঠিঝোরা

TRP

চলতি সপ্তাহে টিআরপি সব ওলট পালট। বাংলার টপার স্থান ফিরে পেল ‘নিম ফুলের মধু’। তবে শুধু ‘নিম ফুলের মধু নয়’। যুগ্ম ভাবে এই সপ্তাহে বাংলার টপার হয়েছে পর্ণা আর ফুলকি। তবে টিআরপি লিস্টে সবচেয়ে বেশি চমক দেখালো স্টার জলসার নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’। সকলকে হারিয়ে এক লাফে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল সোনামণি আর হানি বাফনার নতুন জুটি।

‘শুভ বিবাহ’ ট্র্যাক এইভাবে দর্শকদের বিনোদন জোগালে যেকোনো সময় পর্ণা আর ফুলকিকে হারিয়ে বাংলার শীর্ষস্থান কেড়ে নিতে পারে সুধা। অর্থাৎ মানুষ ভীষণভাবে এই ধারাবাহিক উপভোগ করছেন টিভির পর্দায়।

চলতি সপ্তাহেও প্রথম পাঁচে জায়গা করতে পারল না অনুরাগের ছোঁয়া, মিঠিঝোরা, জগদ্ধাত্রী ধারাবাহিক। তবে নতুন ধারাবাহিকগুলি এখন জনপ্রিয়তা পাচ্ছে। স্টার রোশনাই প্রথম চারে জায়গা করে নিল। অন্যদিকে প্রতীক সেনের উড়ান রয়েছে পঞ্চম স্থানে।

আজকের টিআরপিতে প্রথম স্থান দখল করল ‘নিম ফুল’ এবং ‘ফুলকি’, তাদের দুজনের প্রাপ্ত নম্বর ৭.১। দ্বিতীয় স্থান দখল শুভ বিবাহ’র, রেটিং ৬.৭ এবং ৬.৩ নম্বর পেয়ে তৃতীয় স্থানে কথা ধারাবাহিক। ৬.২ নম্বর পেয়ে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে এবং রোশনাই। ৬.১ রেটিং নিয়ে পঞ্চম স্থানে ‘উড়ান’।

প্রথম – নিম ফুলের মধু । ফুলকি (৭.১)

দ্বিতীয় – শুভ বিবাহ (৬.৭)

তৃতীয় – কথা (৬.৩)

চতুর্থ – কোন গোপনে । রোশনাই (৬.২)

পঞ্চম – উড়ান (৬.১)

ষষ্ঠ – অনুরাগের ছোঁয়া । জগদ্ধাত্রী (৫.৯)

সপ্তম -গীতা LLB (৫.৭)

অষ্টম –  বধূয়া (৫.৩)

নবম -হরগৌরী পাইস হোটেল । মিঠিঝোরা (45min) (৪.৭)

দশম – ডায়মন্ড দিদি জিন্দাবাদ 4.5