TRP-তে বড় চমক! পর্ণাকে হারিয়ে জয় কথা’র, ফের ছক্কা হাঁকাল ‘জগদ্ধাত্রী’

TRP

চলতি সপ্তাহে TRP-র রেকর্ড ভাঙল সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যের অভিনীত ধারাবাহিক ‘কথা’। এই জনপ্রিয় মেগা ‘জগদ্ধাত্রী’কে হারিয়ে স্লট লিড করল স্টার জলসার ‘কথা’। শুধু স্লট লিডই নয়, টিআরপির রেঙ্কিংয়ে ‘ফুলকি’ এবং ‘নিম ফুলের মধু’কে পিছনে ফেলে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে এই ধারাবাহিক।’

এদিকে সৃজন-পর্ণার একঘেয়ে ট্র্যাকে বিরক্ত হয়ে পড়ছে মানুষ। টিআরপি তৃতীয় স্থানেই রয়ে গেল ‘নিম ফুলের মধু’। অন্যদিকে ভালো ফল করছে জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। টিআরপির ষষ্ঠ স্থানে উঠে এলো এই মেগা ধারাবাহিক। টিআরপি দশের থেকে ছিটকে গেল মিঠিঝোরা ধারাবাহিক।

চলতি সপ্তাহে ৭.৪ রেটিং নিয়ে বাংলার টপার কথা ধারাবাহিক। দ্বিতীয় স্থানে দুটি ধারাবাহিক ফুলকি এবং গীতা এলএলবি, তাদের প্রাপ্ত নম্বর ৬.৬। তৃতীয় নম্বরে ৬.৩ রেটিং নিয়ে রয়েছে ‘নিম ফুলের মধু’। ৬.২ নম্বর নিয়ে চতুর্থ স্থানে উড়ান এবং ৫.৯ নম্বর নিয়ে পঞ্চম স্থানে ‘কোন গোপনে মন ভেসেছে’

প্রথম – কথা (৭.৪)

দ্বিতীয় – ফুলকি । গীতা LLB (৬.৬)

তৃতীয় – নিম ফুলের মধু (৬.৩)

চতুর্থ – উড়ান (৬.২)

পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে (৫.৯)

ষষ্ঠ – জগদ্ধাত্রী (৫.৮)

সপ্তম – রোশনাই । শুভ বিবাহ (৫.৭)

অষ্টম – বধূয়া (৫.৫)

নবম – ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৪)

দশম – কে প্রথম কাছে এসেছি (৪.৫)