চলতি সপ্তাহে TRP-র রেকর্ড ভাঙল সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যের অভিনীত ধারাবাহিক ‘কথা’। এই প্রথমবার জনপ্রিয় মেগা ‘জগদ্ধাত্রী’কে হারিয়ে স্লট লিড করল স্টার জলসার ‘কথা’। শুধু স্লট লিডই নয়, টিআরপির রেঙ্কিংয়ে জগদ্ধাত্রীকে পিছনে ফেলে তৃতীয় নম্বর ছিনিয়ে নিয়েছে এই ধারাবাহিক।’
চলতি সপ্তাহে বাংলার টপার স্থানে ফের ছক্কা হাঁকাল ‘নিম ফুলের মধু’। গত সপ্তাহে প্রথম স্থান হারালেও গল্পে ট্র্যাক বদলেই বাজিমাত করল সৃজন-পর্ণা। ফের প্রথম স্থান ছিনিয়ে নিল। তবে চলতি সপ্তাহে বাংলার টপার স্থানে রয়েছে আরও এক মেগা ফুলকি। ‘হরগৌরী পাইস হোটেল আবার স্লট লিড করল তবে টিআরপি ধীরে ধীরে অনেকটাই কমছে তোমাদের রানী ধারাবাহিকের।
চলতি সপ্তাহে ৬.৬ নম্বর পেয়ে প্রথম স্থানে যুগ্ম ভাবে রয়েছে ‘নিম ফুলের মধু’ এবং ‘ফুলকি’। ৬.৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে ‘গীতা এলএলবি’, তৃতীয় স্থানে রয়েছে ‘কথা’, প্রাপ্ত নম্বর ৬.০ এবং ৫.৮ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক। টিআরপির পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৫.৮।
প্রথম – নিম ফুলের মধু । ফুলকি (৬.৬)
দ্বিতীয় – গীতা LLB (৬.৪)
তৃতীয় – কথা (৬.৩)
চতুর্থ – জগদ্ধাত্রী (৬.০)
পঞ্চম – কোন গোপনে (৫.৮)
ষষ্ঠ – বধূয়া (৫.১)
সপ্তম – জল থই থই ভালোবাসা । জল থই থই ভালোবাসা (৪.৬)
অষ্টম – আলোর কোলে (৪.৫)
নবম – রোশনাই (৪.৪)
দশম – তুমি আশেপাশে থাকলে (৪.২)