প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপির তালিকা। চলতি সপ্তাহে বড় চমক রয়েছে নতুন মেগা’য়। কথা আর ফুলকি-কে হারিয়ে এই সপ্তাহে বাংলার শীর্ষ স্থান দখল গীতা এলএলবি মেগা ধারাবাহিকের। অন্যদিকে উষসী রায়ের নতুন ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ প্রথম ছ’য়ে জায়গা করে নিয়েছে।
জি-বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটির TRP-র প্রথম পাঁচের স্থান হারিয়েছে। অন্যদিকে নতুন ধারাবাহিক পরিণীতা, উড়ান, রাঙামতি, শুভ বিবাহ ভালো ফল করলেও আদৃত রায়ের নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি সেভাবে দর্শকের মন জিততে পারল না।
TRP-র প্রথম স্থানে রয়েছে স্টার জলসার গীতা এলএলবি, প্রাপ্ত নম্বর ৮.২ এবং ৮.১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। তৃতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক কথা আর পরিণীতা। তাদের প্রাপ্ত নম্বর ৭.৮। চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক, নম্বর ৭.৬ এবং ৭.২ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে উড়ান ধারাবাহিক।
প্রথম – গীতা এলএলবি (৮.২)
দ্বিতীয় – ফুলকি (৮.১)
তৃতীয় – কথা, পরিণীতা (৭.৮)
চতুর্থ – জগদ্ধাত্রী (৭.৬)
পঞ্চম – উড়ান (৭.২)
ষষ্ঠ – গৃহপ্রবেশ, রাঙামতি (৬.৯)
সপ্তম – কোন গোপনে মন ভেসেছে (৬.৮)
অষ্টম – তেঁতুলপাতা (৬.৪)
নবম – শুভ বিবাহ (৬.০)
দশম – আনন্দী (৫.৯)