চলতি সপ্তাহে বাংলার টিআরপিতে বড় চমক। বেশ কয়েক সপ্তাহ বাংলা টিআরপি ধরে রেখেছিল কথা ধারাবাহিক। তবে চলতি সপ্তাহে চমক দেখাল কথা ধারাবাহিক। প্রথম স্থান ছিনিয়ে নিল এই মেগা। ফুলকি-কে হারিয়ে জয় হল কথা’র।
এদিকে ফুলকিকেও হারিয়ে দিল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক। দ্বিতীয় স্থানে উঠে এলো জি-বাংলার এই মেগা ধারাবাহিক। তৃতীয় স্থানে জায়গা করে নিল নতুন ধারাবাহিক পরিণীতা।
ফুলকি, উড়ান, জগদ্ধাত্রী জায়গা দখল করে নিয়েছে চতুর্থ স্থানে এবং পঞ্চম স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ।
প্রথম: কথা (৭.২)
দ্বিতীয়: কোন গোপনে মন ভেসেছে (৭.১)
তৃতীয়: গীতা এলএলবি । পরিণীতা (৭.০)
চতুর্থ: ফুলকি । উড়ান । জগদ্ধাত্রী (৬.৯)
পঞ্চম: রাঙামতি তীরন্দাজ (৬.৬)
ষষ্ঠ: আনন্দী (৬.৪)
সপ্তম: তেঁতুলপাতা । রোশনাই (৬.২)
অষ্টম: শুভবিবাহ (৬.০)
নবম: মিত্তির বাড়ি (৫.৬)
দশম: অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (১৫ মিনিট) (৫.৫)