বড় চমক! পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দেবলীনা-সৌরভ

দেবলীনা দত্ত

পরিচালক অংশুমান চক্রবর্তীর পরিচালনায় আসছে আরও এক অসমবয়সী প্রেমের গল্প। রবি ঠাকুরের ‘শেষের কবিতা’র আদলে তৈরি হতে চলেছে এই গল্প। স্বল্পদৈর্ঘ্যের এই ছবির নাম ‘আ ফেয়ারি টেল’।

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত ও সৌরভ দাস। পর্দায় একসাথে জুটি বাধবে দেবলীনা-সৌরভ। এই মুহূর্তে চলছে ছবির প্রাক প্রোডাকশন কাজ। জানা যাচ্ছে, চলতি বছর এপ্রিলের মাঝামাঝি সময়ে শান্তিনিকেতনে শুরু হবে ছবির শুটিং।

পর্দায় দেবলীনা-সৌরভের জুটি দর্শকের কতটা মন জয় করতে পারে সেটাই দেখার অপেক্ষায়।