বড় সাফল্য যিশু কন্যা সারা’র! ‘আমার মেয়ে যা কিছু অর্জন…’ গর্বিত মা নীলাঞ্জনা

সারা সেনগুপ্ত

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’ ছবির হাত ধরে প্রথম বড় পর্দায় পা রেখেছিলেন সারা সেনগুপ্ত। প্রথম ছবিতেই অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর আর কোন ছবিতে কাজ করেনি সে।

অভিনয় জগত থেকে সরে আসলেও এই মুহূর্তে চুটিয়ে মডেলিং করছে সারা। বর্তমানে মায়া নগরীর ফ্যাশন দুনিয়ার অন্যতম একটি নাম সারা সেনগুপ্ত। কিছুদিন আগেও আইকনিক ফ্যাশন ব্র্যান্ডের শোয়ে সারার উপস্থিতি মুগ্ধ করেছিল সকলকে।

এবার বড় প্রাপ্তি যিশু কন্যার। সম্প্রতি ইন্ডিয়ার ফ্যাশন ম্যাগাজিনের ‘কভার গার্ল’ হিসেবে দেখতে পাওয়া গেল যিশু কন্যা সারা কে। মেয়ের সাফল্যে বাবা পাশে না থাকলেও মেয়েকে শুভেচ্ছা জানাতে ভোলেননি মা নীলাঞ্জনা সেনগুপ্ত।

মেয়ের এত বড় সাফল্যে প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা গেল নীলাঞ্জনাকেও। সংবাদ প্রতিদিন কে দেওয়া সাক্ষাৎকারে নীলাঞ্জনা বলেন, ‘মা হিসাবে আমি গর্বিত। এখনও পর্যন্ত আমার মেয়ে যা কিছু অর্জন করেছে,পুরোটাই ওর কৃতিত্ব। বাড়ি থেকে সুদূর মুম্বইয়ে একাই সবকিছু সামলাচ্ছে সারা।’

সোশ্যাল মিডিয়ায় সারা’র কভার গার্ল হিসেবে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।