অভিনেত্রী বিদিশা চৌধুরী, বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘অগ্নিশিখা’, ‘গুরুদক্ষিণা’ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে একসময় চুটিয়ে অভিনয় করেছেন। সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন জি-বাংলা ‘এরাও শত্রু’। একসময় পর্দায় নায়িকার চরিত্রেও অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন।
মাঝে প্রায় অভিনয় জগত থেকে দীর্ঘ বছরের জন্য গায়েব হয়ে গিয়েছিলেন। এরপর অভিনয়ে কামব্যাক করলেও তাকে পার্শ্বচরিত্রে দেখতে পাওয়া যায়। খুব সম্ভবত উড়ন তুবড়ি ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরেছিলেন তিনি।
তবে এবার আরও এক নতুন ধারাবাহিকে দেখা মিলবে তার। স্টার জলসায় পরশুরাম ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিদিশাকে।