অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী, ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন পরিচালক বিরসা দাশগুপ্তকে। দেখতে দেখতে একসাথে পথ চলার ১৫ টা বছর পার করেছেন এই জুটি। স্পেশাল দিনটা কেক কেটে উদযাপন করতেও দেখা গেল তাদের। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন ব্যোমকেশ পরিচালক বিরসা।
স্বামীর চেয়ে বয়সে সাড়ে ছ’ বছরের বড় বিদিপ্তা, রয়েছে আগের পক্ষের একটি কন্যা সন্তান। নাম মেঘলা। তবে বিরসার সঙ্গে মেঘলার বন্ডিং বাবা মেয়ের মতই। এমনকি নিজের জন্মদাতা বাবার পরিবর্তে তার নামের পরে রয়েছে দাশগুপ্ত পদবি। বর্তমানে টলিউডে বিরসার সহকারী হিসাবে কাজ করেন মেঘলা। বিরসা ও বিদিপ্তার ছোট মেয়ের নাম ইদার।
অনেকেই জানেন বিদিপ্তা তার শাশুড়িমাকে ‘কেয়া পিসি’ বলে ডাকেন, আর শ্বশুরমশাইকে ‘রাজাদা’। পেশাগত সূত্রে বিরসার বাবা পরিচালক রাজা দাশগুপ্তর সাথে আগে থেকেই পরিছিতি ছিল বিদিপ্তার। অন্যদিকে বিরসার মা, চৈতালিকে বোন বলতেন বিদিপ্তার বাবা। সেই সূত্রে বিরসার মা কে পিসি ডাকতেন বিদিপ্তা। এছাড়াও বিরসার মা আর বিদিপ্তার মধ্যে ছিল গভীর বন্ধুত্ব।
সম্প্রতি বিশেষ দিনের স্মৃতিচারণায় অভিনেত্রীকে বলতে শোনা গেল, ‘সেই মেলার মাঠে ওদের ফ্যামিলি রিইউনিয়নের মাঝে আমি কোথা থেকে ঢুকে পড়লাম’। আসলে একসময় মেয়েকে নিয়ে শান্তিনিকেতনে পৌষমেলায় গিয়েছিলেন বিদিপ্তা। সাথে ছিলেন তার কেয়া পিসিও।
সেখানেই বিরসার সাথে প্রথম পরিচয়। বিদিপ্তার কথায়, ‘কেয়া পিসি তো বলে সেই যে তোরা হাত ধরে গল্প করতে করতে কোথায় পৌষমেলার মাঠে হারিয়ে গেলি…’ সেইথেকে আজও বিরসার হাতে হাত রেখে এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন বিদিপ্তা।