যাদের জগৎ-জোড়া খ্যাতি, তাদের মধ্যেই একজন হলেন বীরভূমের এক দরিদ্র বাদাম ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করতে করতে গান ধরে ছিলেন ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম…সেই গানের মাধ্যমেই রাতারাতি সেলিব্রেটি হয়ে গিয়েছেন তিনি।
বলি -টলি সেলেবরাও ভুবনবাবুর গানের প্রশংসা করেছেন। সেই দরিদ্র বাদাম ফেরিওয়ালা আজ সেলিব্রেটি হয়ে উঠেছেন। সংবর্ধনা থেকে মিউজিক ভিডিও লক্ষাধিক টাকার চুক্তি। এমনকি মুম্বাইয়ে একটি রেকর্ডিং করেছেন।
সাধারণ মানুষই তাকে সেলিব্রেটি বানিয়েছেন। তাদের জন্যই আজ নিজের স্বপ্নপূরণ করলেন ভুবন বাদ্যকর। এতদিন বাদাম বিক্রি করে যা পেতেন তাই দিয়ে কোনোমতে চলত পেট। একচালা টালির ঘরে দিন কাটাত পরিবার নিয়ে। তবে এখন সেই কষ্টের দিন নেই। নিজের উপার্জনের টাকায় তৈরি করলেন তার স্বপ্নের বাড়ি। একটি বড় দোতলা বাড়ি বানাচ্ছেন ভুবনবাবু। ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে নতুন বাড়ি সাজালেন তিনি।
এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে ‘কাঁচা বাদাম’-এর গায়ক জানান, মানুষের ভালোবাসার জন্যই এই উন্নতি। তবে এদিন তিনি আরও জানান, আলাদা করে বাড়ি বানালেও যৌথ পরিবারকে ভুলে যাননি।