‘ইন্ডাস্ট্রিতে অনেক শত্রু বেড়েছে…আমাকে পাত্তা দেয় না’, নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ভাস্বরের

ভাস্বর চট্টোপাধ্যায়

টেলিভিশনের পর্দায় অত্যন্ত পরিচিত মুখ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। অভিনয় জীবনে বড়পর্দা থেকে শুরু করে ছোটপর্দায় দীর্ঘ কয়েক বছরে একাধিক কাজের অভিজ্ঞতা রয়েছে অভিনেতার। পার্শ্ব চরিত্রে হলেও তার চরিত্রগুলি বরাবরই দাগ কেটে গিয়েছে দর্শকদের মনে। বর্তমানে অভিনেতাকে দেখা যাচ্ছে গীতা এলএলবি ধারাবাহিকে-এ।

তবে এবার সাক্ষাৎকারে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মুখ খুললেন ভাস্বর। ‘আমি বর্তমান প্রজন্মের অনেক অভিনেতা অভিনেত্রীর কাজের অনেক বড় ফ্যান। আমি নিজেই জানিয়েছি যে আমি তাদের কাজ ভালোবাসি। আবার অনেকে আছে যারা শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির ঝাঁ চকচকে দিকটা দেখেই চলে এসেছে।’

ভাস্বর আরও জানান, ‘আবার এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছে যাদের কাজ খুব একটা ভালো নয়, ভালো কোন একটা শর্ট বা ডায়লগ অন্যভাবে করলে বা বললে ভালো লাগতো। সেটা আমি বুঝতে পারছি কিন্তু বলতে পারছিনা তাকে। কারণ ওরা বিশেষ পাত্তা দেয় না, ভালো পরামর্শ দিলেও নেয় না।’

ভাস্বর বরাবরই স্পষ্টবাদী, তবে স্পষ্ট কথা বলতে গিয়ে কখনও কাজ হারাতে হয়েছে অভিনেতাকে? ভাস্বর জানান, ‘স্পষ্ট কথা বলার জন্য কখনো কাজ হারায়নি। তবে ইন্ডাস্ট্রিতে অনেক শত্রু বেড়ে গেছে। কিন্তু আমি মনে করি আমি যতটুকু কাজ করতে পারছি ততটুকুই অনেক। এটাও আমার পাওয়ার কথা ছিল না। কারণ আমার পরিবারের কেউ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করে না।’