৩৮ বছর পর দিদির থেকে ফোঁটা নেবেন ভাস্বর! ভাইফোঁটা নিয়ে কি জানালেন অভিনেতা?

ভাস্বর চট্টোপাধ্যায়

মা-বাবার একমাত্র ছেলে ভাস্বর চট্টোপাধ্যায়। নিজের দিদি কিংবা বোন না থাকায় বরাবরই পিসির মেয়ে, জেঠুর মেয়েদের থেকে ভাইফোঁটা পেয়েছেন ভাস্বর। তবে এই বছরের ভাইফোঁটা ভাস্বরের জন্য একটু বেশি স্পেশাল হতে চলেছে। কারণ ৩৮ বছর পরে দিদির থেকে ফোঁটা নেবেন অভিনেতা। দিদি হলেন ভাস্বরের জেঠুর মেয়ে।

ভাইফোঁটা নিয়ে ভাস্বর উৎসাহিত হলেও বেশ চিন্তিত অভিনেতার দিদি। কিন্তু কেন? প্রায় চার বছর হয়ে গেল ভাত-রুটি খাওয়া ছেড়ে দিয়েছেন ভাস্বর। তাই ভাইফোঁটা উপলক্ষে ভাইকে কি খাওয়াবেন তাই নিয়ে বেশ চিন্তিত তার দিদি।

এই বিষয়ে ভাস্বর বললেন, “দিদি মুম্বইয়ে থাকতেন। ১৯৮৭ সালে শেষ বার ফোঁটা পেয়েছিলাম দিদির থেকে। তখন আমি সপ্তম শ্রেণির ছাত্র। তার পর দিদিও আসতে পারেননি কলকাতায়। তাই আর ভাইফোঁটা নেওয়া হয়নি।”

ভাস্বর আরও বলেন, “দিদি বলেছে এই দিন যদি বলি ভাত-রুটি খাব না, তা হলে চলবে না। আসলে আমি তো বেশ কিছু বছর ও সব খাওয়া ছেড়েই দিয়েছি। কিন্তু দিদিদের আবদার ফেলতে পারব না। ফোঁটার দিনে তাই সব খাবারই খেয়ে নেব।”

‘গীতা এলএলবি’র পর এই মুহুর্তে ভাস্বরকে দেখা যাচ্ছে ‘অ্যাডভোকেট অঞ্জলী অবস্তি’ ধারাবাহিকে।