এবার নতুন প্রোজেক্টে বাবা ও মেয়ের চরিত্রে ভাস্বর-কৃত্তিকা

ভাস্বর-কৃত্তিকা

খুব শীঘ্রই ‘দাদামণি’ সিরিয়ালে দেখা যাবে কৃত্তিকা চক্রবর্তীকে। যাকে সিরিয়ালপ্রেমীরা ‘রাখিবন্ধন’ ধারাবাহিকে ছোট রাখি হিসাবে চেনেন। এই সিরিয়ালে ছোট বয়সে নিজের অভিনয় দিয়েই দর্শকদের মাতিয়ে রেখেছেন।

কৃত্তিকা আরও ছোট নেই, অনেকটাই বড়। খুব শীঘ্রই দাদামনি সিরিয়ালে প্রতীক সেনের বোনের চরিত্রে তাকে দেখা যাবে। তার মাঝেই আরও এক সুখবর পাওয়া গেল।

এবার একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে কৃত্তিকা চক্রবর্তীকে। ফাদারস ডে স্পেসাল মিউজিক ভিডিও এটি। বাবা-মেয়ের বন্ডিং তুলে ধরা হবে, এই মিউজিক ভিডিওতে কৃত্তিকা চক্রবর্তীর বাবার ভূমিকায় দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিওর প্রথম লুক।

 

View this post on Instagram

 

A post shared by Bhaswar Chatterjee (@bhaswarofficial)