বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ৪০ এর বেশি সিনেমার পাশাপাশি ১০০ টি ধারাবাহিকে এখনো পর্যন্ত কাজ করেছেন। বহু বছর ইন্ডাস্ট্রিতে রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়। এই মুহূর্তে স্টার জলসার ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছেন।
ভাস্বর চট্টোপাধ্যায় আজ যে জায়গায় আজ দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা খুব সহজে আসেনি। অনেক কটু কথা, অপমান সহ্য করে এই জায়গা তৈরি করতে হয়েছে তাকে। বেশ কয়েক বছর আগে ভাস্বর চট্টোপাধ্যায়কে কেউ পাত্তা দিত না, আজ সকলের খুব প্রিয় অভিনেতা।
অভিনেতার পরিবারে কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নয়। প্রথমবার তিনি যখন অভিনেতা হওয়ার কথা বাড়িতে জানান তখন কেউ পাত্তা দেয়নি। স্টুডিওতে নিজের ছবি নিয়ে ঘুরে বেড়াতেন তিনি। এমনকি ডিরেক্টরের তাকে শুনতে হয়েছিল ‘তুমি আবার চলে এসেছ আগের দিনই তো এসেছিলে।’ তবে হাল ছাড়েননি নিজের উপর আস্থা রেখেছিলেন। ছোট ছোট রোলে অভিনয়ের সময়ের অনেক অবহেলা হতে হয়েছে তাকে।
অভিনেতা এক সাক্ষাৎকারে জানান, ‘একবার একটি অ্যাওয়ার্ড শোতে নন্দনে গিয়েছিলেন। অনেক বড় বড় শিল্পী ছিলেন এদিন। সেখানে আমার জন্য একটি চেয়ার রাখা ছিল প্রথম সারিতে। সেখানে আমার নামও লেখা ছিল। সেখানে বসে আছি হঠাৎ করে একজন বড় তারকা এসে বললেন সর এখান থেকে, পেছনে গিয়ে বস। এখন আমি বসবো। প্রথমে খুব অবাক হয়েছিলাম। কেন উঠব সেখান থেকে আমার নাম লেখা রয়েছে। ওখানে আমার বসার অধিকার রয়েছে।’ তবে সেদিন এত অপমান সহ্য করেছিলেন বলেই আজ নিজের জেদে ইন্ডাস্ট্রিতে জায়গা করতে পেরেছেন।
সূত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/bhaswar-chatterjee-shares-his-struggles-early-in-his-acting-career-27115