মহানায়ক উত্তম কুমারের পরবর্তী সময়ে নায়ক হিসাবে আবির্ভাব হয়েছিলেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। যাকে আপনারা এই মুহূর্তে ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে নায়কের বাবার চরিত্রে অভিনয় করতে দেখতে পারছেন।
প্রায় দুই যুগের বেশি সময় কাটিয়ে ফেলেছেন অভিনেতা। শ্বেত পাথরের থালা’-তে তার অভিনয় আজও মানুষের মনে গাঁথা। একাধিক সিনেমায় নিজেকে বারবার ভেঙেছেন এবং গড়েছেন। তার মতো শিল্পী আমাদের ইন্ডাস্ট্রির গর্ব। কিন্তু এরকম একজন অভিনেতা বড়পর্দায় যেন সেভাবে সম্মান পেলেন না।
আজকাল ধারাবাহিকে বাবা-কাকা অথবা জ্যাঠার রোল অভিনয় করতে দেখা যায় অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে। আর তাই নিয়েই উঠেছে সমালোচনা। নিন্দুকেরা বলছেন অভিনেতা নাকি পেটের দায়ে বাবা-কাকার চরিত্রে অভিনয় করছেন। এমনটাই সোশ্যাল মিডিয়ায় দাবি নিন্দুকের।
এই নিয়ে ভাস্কর বন্দ্যোপাধ্যায় চুপ থাকলে, মুখ বন্ধ করে থাকেননি তার ছেলে ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ে বসেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানালেন। অভিনেতার ছেলে লাইভে এসে বলেন, “শাশ্বত কাকু এবং যিশু আঙ্কল ভাগ্যিস মুম্বই চলে গিয়েছিলেন, তাই নিজের সম্মান পেয়েছেন। আমার বাবা এই ইন্ডাস্ট্রির জন্য কী করেছেন, তা সবাই জানে। পেট চালানোর জন্য আমার বাবা জ্যাঠা-কাকার চরিত্রে অভিনয় করছেন না। আগে টালিগঞ্জের সৃজনশীল মানুষদের ভাল চিত্রনাট্য লিখতে বলুন। তবে তো অভিনেতারা অভিনয় করবেন। আমার বাবাকে নিয়ে কোনও বাজে মন্তব্য শুনতে মোটেই রাজি নই আমি”।
source: anandabazar . com