দ্বিতীয়বার মা হতে চলেছেন ভারতী সিং? মুখ খুললেন স্বয়ং কৌতুকশিল্পী

ভারতী সিং

বলিউডে কি খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে। প্রথম সন্তানের পর ফের মা হতে চলেছেন কৌতুকশিল্পী। ছোট ছেলে গোলাকে নিয়ে স্বামী হর্ষ লিম্বাচিয়াকে নিয়ে সুখে সংসার করছেন ভারতী। আর তার মাঝেই  কৌতুকশিল্পীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে হৈ চৈ।

সত্যিই কি মা হতে চলেছেন ভারতী সিং? এবার নিজেই জানালেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি অন্তঃসত্ত্বা নয়। তবে দ্বিতীয়বার সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন।

ভারতী জানান, চলতি বছরেই দ্বিতীয় সন্তান আনার প্ল্যান চলেছে। হর্ষও এই সিদ্ধান্তে একমত। ছেলে একটু বড় হয়েছে। আর এটাই দ্বিতীয় সন্তান নেওয়ার সঠিক সময়। ভারতী জানান, এবার একটি কন্যা সন্তান চাইছেন তারা।