প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছেন অভিনেতা ভরত কল। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি এবং জনপ্রিয় ধারাবাহিক। এমনকি হিন্দিতে অভিনয় করেছেন এই অভিনেতা। তাঁর অভিনয় দক্ষতা সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। এককথায় তিনি ইন্ডাস্ট্রির একজন নামজাদা অভিনেতা।
বেশিরভাগ সিনেমা-ধারাবাহিকে তাঁকে খলচরিত্রে অভিনয় করতেই দেখেন মানুষ। এবার আরও একবার স্টার জলসার পর্দায় খল চরিত্রে ফিরছেন অভিনেতা। প্রতিবারের মত এবারেও নেতিবাচক চরিত্রে নজর কাড়তে প্রস্তুত অভিনেতা। তবে কোন ধারাবাহিকে এন্ট্রি নেবেন অভিনেতা?
জানা যাচ্ছে, স্টার জলসার পর্দায় আসন্ন নতুন ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’ এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে ভরত কলকে। গল্পে পরশুরামকে বিপাকে ফেলতে কতটা সক্ষম হয় অভিনেতা সেটাই দেখার পালা। একদিকে সংসারের গল্প, অন্যদিকে ভরপুর অ্যাকশন মোড়া ধারাবাহিকটি দেখা যাবে ১০ মার্চ থেকে প্রতিদিন রাত আটটায়।