জাতীয় স্তরে বড় সাফল্য! বাংলা ছাড়িয়ে এবার দিল্লিতে বিশেষ সম্মান পেলেন রোশনাই খ্যাত অভিনেত্রী অদিতি ঘোষ

অভিনেত্রী অদিতি ঘোষ

বাংলা সিরিয়ালপ্রেমীদের কাছে অভিনেত্রী অদিতি ঘোষ অতি পরিচিত মুখ। যাকে এই মুহূর্তে বাংলার দর্শকেরা রোশনাই ধারাবাহিকের মিষ্টু হিসাবে চেনেন।

রোশনাই ছাড়াও এর আগে ‘তিন শক্তির আধার ত্রিশূল’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘জয় বাবা লোকনাথ’, ‘গাঁটছড়া’, ‘বৌমা একঘর’, ‘কোন গোপনে মন ভেসেছে’ র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি কাজ করেছেন বড়পর্দায়ও। তার নতুন ওয়েব সিরিজ ‘পাশে আছি’ পুজোর আগেই মুক্তি পেতে চলেছে। এই প্রথমবার এই সিরিজে নায়িকা হয়ে ধরা দেবেন অভিনেত্রী।

রোশনাই ধারাবাহিকের শুটিং শেষ হতেই এক বড় সুখবর ভাগ করে নিলেন নিজের ভক্তদের সাথে। বাংলা ছাড়িয়ে এবার জাতীয় স্তরে বিশেষ স্বীকৃতি পেলেন অদিতি। বলা যেতেই পারে, অভিনেত্রীর ক্যারিয়ারে নতুন মুকুট জুড়ল।

এবার দিল্লিতে অনুষ্ঠিত “Indian Convention” এর “WOMEN ACHIEVERS AWARD 2025” এর বিনোদন ক্যাটাগরিতে খেতাব জিতলেন ছোটপর্দার অদিতি ঘোষ। অভিনেত্রী নিজেই সেই সুখবর ভাগ করে নিলেন আমাদের পেজে। তার এই সাফল্যের জন্য আমাদের পেজের তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইল।