Best Time To Visit Mahakaleshwar Temple
সনাতনীদের বিশ্বাস, শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি রয়েছে এই মহাকালেশ্বর মন্দিরে। এই সুপ্রাচীন দেবালয় ঘিরে প্রচলিত কিছু কাহানীও আছে। একটা সময় উজ্জয়িনীর রাজা ছিলেন শিব ভক্ত চন্দ্রসেন। তার ভক্তি ও নিষ্ঠার জোরে একবার মহাকাল রূপে আবির্ভূত হয়ে রাজার যাবতীয় শত্রু ধ্বংস করেন দেবাদিদেব মহাদেব। আর তার অনুরোধেই উজ্জয়িনী শহরে মহাকাল রুপে অধিষ্ঠান করেন মহাদেব।
উজ্জয়িনী শহরে মহাকালের আশীর্বাদ ও দর্শন পেতে সারা বছরই এই মন্দিরে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। মহাকালেশ্বর মন্দির ছাড়াও এই শহরে রয়েছে আর কিছু দর্শনীয় স্থান, যার জন্য পর্যটকদের ভিড় লেগেই থাকে এই শহরে। তবে শহরটি ঘুরে দেখার জন্য কোন সময়টা বেস্ট হতে পারে তা নিয়েই আলোচনা করব আজকের নিবন্ধে। পাশাপাশি এই শহরে কোন সময়ে কেমন আবহাওয়া থাকে, সেই সম্পর্কেও জানাব।
শীত কালঃ এই মন্দির পরিদর্শনের সেরা সময় শীত কালেই। বিশেষ করে অক্টোবর থেকে মার্চ মাস হল উজ্জয়িনী শহরটি ভ্রমণের সেরা মাস কারণ এই সময় আবহাওয়া মনোরম থাকে। বিশেষ করে মার্চ মাসে যখন প্রতি ১২ বছরে একবার কুম্ভ মেলা শুরু হয়। কারণ এই সময়তেই পুরো মন্দিরটিকে সুন্দর করে সাজানো হয়।
গ্রীষ্মকালঃ অন্যদিকে এপ্রিল থেকে জুন মাসে এই সময়টা গ্রীষ্মকালীন সময় হওয়ায় বছরের এই সময়ে তাপমাত্রা ৩১ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। প্রচণ্ড তাপমাত্রার কারনে ভ্রমনের জন্য অনেকেই এই সময়টা এড়িয়ে যেতে চান।
বর্ষাকালঃ এরপর বর্ষাকালে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। যার ফলে এখানকার তাপমাত্রা তখন ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। তাপমাত্রা আরামদায়ক হলেও উজ্জয়িনী ভ্রমনে বাধার কারণ হতে পারে বর্ষা। তাই এই আবহাওয়াকালীন সময়ে উজ্জয়িনী ভ্রমনের পরিকল্পনা না করাই ভালো।