কেদারনাথ মন্দির যাওয়ার সেরা সময়

কেদারনাথ মন্দির

আপনিও কি কেদারনাথ ভ্রমণের পরিকল্পনা করছেন? যেহেতু দুর্গম পাহাড়ের পথ পেরিয়ে পৌঁছাতে হয় এই মন্দিরে তাই পথে যাতে কোন বিপদের সম্মুখীন না হতে হয় সেইজন্য কিছু বিষয় মাথায় রাখা খুবই জরুরি। তারমধ্যে একটি হল কোন সময়ে কেদারনাথ দর্শনের জন্য সেরা। তাই আজকের আলোচনায় আপনাদের জানাব, কেদারনাথ দর্শনে কোন সময়ে কেমন আবহাওয়া থাকে ও দর্শনের বেস্ট টাইম কোনটি।

যেহেতু শীতকালীন সময়ে কেদারনাথ ধাম ও আসে পাশের এলাকা বরফের মোটা চাদরে আবৃত থাকে, তাই বছরের ছয়মাস একদমই এখানে যাওয়া যায়না। তাই গ্রীষ্মকাল আসতে না আসতেই পর্যটকদের ভীড় লেগেই থাকে এই মন্দিরে। মূলত মে মাস থেকেই শুরু হয় কেদারনাথ ট্রেক।

প্রতি বছর বৈশাখ মাসের (ইংরাজির মে মাসে) অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দরজা খোলা হয়। আবার নভেম্বর মাসে ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাই ফোটার দিন মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়।

গ্রীষ্মকালীন আবহাওয়ায় (মে-জুন) এখানকার তাপমাত্রা প্রায় সাধারণত ১৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। এই সময়ে আবহাওয়া বেশ মনোরম থাকে। তাই এই সময়তেই কেদারনাথ মন্দির দর্শনের উপযুক্ত সময়।

বর্ষাকালীন আবহাওয়ায় (জুলাই-সেপ্টেম্বর) কেদারনাথ দর্শন না করাই ভালো। কারণ এই সময় ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তা অনেকসময় বন্ধ থাকে যার কারণে মন্দির দর্শন কষ্টকর হতে পারে।

শীতকালীন আবহাওয়ায় (নভেম্বর-এপ্রিল) এখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। ভারী তুষারপাতের কারণে মন্দিরের রাস্তা বন্ধ থাকে। এমনকি টানা ছয়মাস মন্দিরের দরজা বন্ধ থাকে। মন্দিরের দরজা বন্ধ থাকাকালীন সময়ে উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে ভোলেনাথের পঞ্চমুখী মূর্তি স্থানান্তরিত করা হয়। বছরের ছয়মাস এখানেই কেদার বাবার পূজা করা হয়।

কেদারনাথ গিয়ে যদি চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগই না করতে পারেন তাহলে যাত্রাটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই এক্ষেত্রে মে-জুন মাস নাগাদ কিংবা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মন্দির ভ্রমনের বেস্ট টাইম হতে পারে।

পাহাড়ি রাস্তায় অনেকটা হাঁটা পথ অতিক্রম করে পৌঁছাতে হয় এই পবিত্র ধামে। তাই সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্র, শুকনো খাবার, শীতবস্ত্র সাথে রাখুন।