ভ্রমণ পিপাসু বাঙ্গালির কাছে পুরী মানেই এক আবেগের নাম। পুরী ভ্রমণের পরিকল্পনার পরই বাঙ্গালির সবচেয়ে বড় চিন্তার কারণ হল ভালো হোটেল বেছে নেওয়া, যদিও পুরী হোটেল এর কোনো অভাব নেই তাও সবচেয়ে সাশ্রয়ে বেস্ট হোটেল বিশেষ করে সমুদ্র সৈকতের কাছাকাছি হোটেলই সবাই বেশি খোঁজে। তাই পুরী ভ্রমনে বাজেটের মধ্যে হোটেল পেতে যাতে অসুবিধা না হয়, সেই সাথে পুরী হোটেল ভাড়া সাধ্যের মধ্যে পেতে, পুরী হোটেল বুকিং করতে আজকের আর্টিকেলে রইল পুরীর বেস্ট হোটেলের বিবরণ-
1. Madhusmruti :
যারা কম খরচে পুরী ভ্রমণ করতে চাইছেন এমনকি পুরী বিচের কাছাকাছি হোটেলে থেকে সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করতে চাইছেন তাদের জন্য এই মধুস্মৃতি হোটেলটি বেশ উপযোগী। এই হোটেলে স্ট্যান্ডার্ড ডাবল রুমের ভাড়া রয়েছে প্রায় ১১০০ টাকা। তবে অনলাইনেও ট্যুর ওয়েবসাইট থেকে হোটেল বুকিং করতে পারেন। হোটেলটি জগন্নাথ মন্দির থেকে দেড় কিমি দূরত্বে রয়েছে। তবে বিচ থেকে হোটেলটির দূরত্ব মাত্র ৮০০ কিমি। এসি-নন এসি সবরকম পরিষেবাই পাওয়া যাবে এই হোটেলে। – Madhusmruti
2. Sea View Residency :
পুরীতে একটি আদর্শ বাজেটপূর্ণ হোটেল হল সি ভিউ রেসিডেন্সি হোটেল। লাইট হাউস এবং সমুদ্র সৈকত থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথেই রয়েছে হোটেল। সমুদ্র সৈকতের সামনেই রয়েছে এই হোটেল। কম খরচে পুরী ভ্রমণ এ নিজেদের আরামদায়ক থাকা খাওয়ার ব্যবস্থা পেতে অবশ্যই বুক করতে পারেন এই হোটেল। হোটেলের যাবতীয় বিবরণ দেওয়া হল- Sea View Residency
3. Hotel Kalinga :
সাধ্যের মধ্যে দুর্দান্ত হোটেল গুলির মধ্যে একটি হল হোটেল কালিংগা। এই হোটেলে রয়েছে Deluxe Non AC রুমের পাশাপাশি Executive AC। অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে দারুণ ছাড়ও পাওয়া যাচ্ছে এই হোটেলে। পুরী বিচ থেকে ৩ কিমি দূরেই রয়েছে এই হোটেল। গাড়ি নিয়ে গেলে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধাও। পুরী শহরে হোটেলটির যথেষ্ট সুনামও রয়েছে।
4. Puri Beach Hotel:
পুরী স্বর্গদ্বার মোড় থেকে কিছুটা এগিয়ে লাইট হাউসের একটুখানি আগেই রয়েছে পুরী বিচ হোটেল। চারতলা বিল্ডিং এর এই হোটেলে সি ফেসিং- নন সি ফেসিং রুম সবটার ব্যবস্থা আছে। হোটেলের পাশেই রয়েছে ছোট্ট একটি গার্ডেন এড়িয়া। যেখানে বসে খানিকটা সময় কাটাতে পারবেন। সেইসাথে সমদ্রের কাছাকাছি হওয়ায় হোটেল থেকেই আপনারা সমদ্রের দৃশ্য দেখতে পারবেন। এছাড়াও হোটেলের যাবতীয় তথ্য পেতে বিস্তারিত দেওয়া হল- Hotel Puri Beach Resort
5. Victoria Club Hotel:
মেরিন ড্রাইভ রোডের উপরেই রয়েছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল। এটি একটি সি ফেসিং হোটেল। বিস্তীর্ন এলাকা জুড়ে রয়েছে এই হোটেল। রয়েছে এসি নন এসি রুমের ব্যবস্থাও। সেইসাথে রয়েছে গাড়ি পারকিং এর ব্যবস্থা সহ আরও অন্যান্য ফ্যাসিলিটি। হোটেলের সম্পূর্ণ তথ্য দেওয়া হল- Victoria Club Hotel
6. Hotel Seagull :
বিলাসবহুল এই হোটেলটি সমুদ্র সৈকতের ঠিক সামনেই মেরিন ড্রাইভ রোডের উপরই রয়েছে। সাজানো রুম থেকে শুরু করে সুইমিং পুল, গেমিং সেকশন সবটাই মিলবে একই হোটেলে। এছাড়াও হোটেলের ফুড রেসিপিগুলিও বেশ সুস্বাদু। তাই আপনার পুরী ভ্রমণটিকে স্বার্থক করতে বুক করতে পারেন এই হোটেলটি। বিস্তারিত তথ্য রইল আপনাদের জন্য- Hotel Seagull
7. The Bay Suites :
সমুদ্রের কাছাকাছি প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে বেছে নিতে পারেন হোটেল দি বে সুইট কে। এই হোটেলে আপনি পেয়ে যেতে পারেন একটি সুন্দর সুইমিং পুল। সেইসাথে রয়েছে সি ফেসিং রুম। অনলাইনের মাধ্যমেও বুক করতে পারেন এই হোটেল। লাইট হাউসের কাছে মেরিন ড্রাইভ রোডের উপরই থাকা এই হোটেলের বিবরণ জানতে দেখে নিন- The Bay Suites
8. Hotel Silicon Inn By Coastal Crew :
বাজেট ফ্রেণ্ডলি হোটেলের তালিকায় নাম রয়েছে হোটেল সিলিকন ইন বাই কোসটাল ক্রিউ। পুরী ভ্রমণের এসে একটু নির্জন পরিবেশে খানিকটা সময় কাটাতে বেছে নিতে পারেন গীতাঞ্জলী রোডের উপর থাকা এই হোটেলটিকে। হোটেলে সুসজ্জিত্রুমের ব্যবস্থা ছাড়াও এই হোটেলের ফুডকোর্ট আইটেম গুলিও বেশ পছন্দসই। হোটেল সংক্রান্ত সমস্ত তথ্য রইল- Hotel Silicon Inn By Coastal Crew
9. Hotel AAVAAS:
পুরী ভ্রমনে এসে যারা সাধ্যের মধ্যে হোটেল খুঁজে পেতে চাইছেন তাদের জন্য হোটেল আভাস সেরা হতে পারে। তাহলে আর দেরি কেন, আজই বেরিয়ে পড়ুন পুরীর উদ্দশ্যে। হোটেলের সজ্জিত রুম ও হোটেলের পরিবেশ বেশ মনোরম। এই হোটেলের সম্পূর্ণ বিবরণ পেতে দেখে নিন- HOTEL AAVAAS