গ্রীষ্মকাল আসতে না আসতেই তীর্থযাত্রীদের ভিড় দেখা যায় কেদারনাথ মন্দিরে। যদিও অনেকের কাছে ড্রিম ডেস্টিনেশন হল কেদারনাথ যাত্রা। তাই এই পবিত্র ধামে এসে কোথায় থাকব, কোন হোটেলটা বেস্ট হবে সেই নিয়ে প্রশ্ন থাকে অনেকের মনেই।
আপনার পরবর্তী ডেস্টিনেশন যদি কেদারনাথ ভ্রমণ হয়, তাহলে আজকের আলোচনায় রইল কেদারনাথ ভ্রমনে বেশ কিছু হোটেল এর সন্ধান।
1. কেদার ভ্যালি রিসোর্ট (Kedar Valley Resorts)
গুপ্তকাশী কেদারনাথ রোডে অবস্থিত এই কেদার ভ্যালি রিসোর্টটি যেমন বিলাসবহুল তেমনই সমস্ত সুযোগ সুবিধা সজ্জিত। বাইরে থেকে হোটেলটিকে যতটা সুন্দর দেখতে হোটেলের ভিতরটাও কিন্তু বেশ সাজানো। সেইসাথে এখানকার পরিষেবাও খুবই ভালো। Kedar Valley Resorts
2. হোটেল কুঞ্জ কেদার (Hotel kunj kedar)
কেদারনাথ রোডের কাছাকাছি গুপ্তকাশীতে রয়েছে এই হোটেল কুঞ্জ কেদার। তুষারাবৃত পাহাড় ও সবুজ উপত্যকার দৃশ্য উপভোগের সাথে বিলাসবহুল থাকার ব্যবস্থা রয়েছে এই হোটেলে। সেইসাথে এখানকার পরিষেবাও খুবই ভালো। Hotel kunj kedar
3. পাঞ্জাব সিন্ধু আবাস (Punjab Sindh Awas)
কেদারনাথে থাকার জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি হল এই পাঞ্জাব সিন্ধু আবাস। বাজেটের মধ্যে দুর্দান্ত আতিথেয়তা পেতে প্রায়শই পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে। হোটেলটি কেদারনাথ মন্দির থেকে ১০০ মিটার দূরে অবস্থিত। Punjab Sindh Awas
4. জিএমভিএন সুমেরু তাঁবু কলোনি
প্রকৃতির মাঝে যদি একটু অন্যরকম ভাবে থাকার অভিজ্ঞতা পেতে চান তাহলে কেদারনাথ ট্রেকিং রুটে থাকা জিএমভিএন সুমেরু টেন্ট কলোনি হল সেরা। যেখানে হোটেলের মত সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে। কেদারনাথ ধাম থেকে ১ কিমি দুরত্বেই রয়েছে এই টেন্ট কলোনি।
5. হোটেল জয়পুর হাউস
সুউচ্চ হিমালয় পটভূমি এবং নির্মল পরিবেশের মধ্যে, জয়পুর হাউস কেদারনাথ ধামে থাকার জন্য সবচেয়ে জনপ্রিয় হোটেলগুলির মধ্যে একটি। তাই আপনার পরবর্তী ডেস্টিনেশন যদি উজ্জয়িনী শহর হয়, তাহলে বাজেট ফ্রেন্ডলি হোটেল হিসাবে অবশ্যই বেছে নিতে পারেন এই হোটেলটিকে। মন্দির থেকে মাত্র ৭৫ মিটার দূরেই রয়েছে হোটেলটি।
6. হোটেল মধুবন
পরিস্কার পরিচ্ছন্ন রুমের পাশাপাশি অতিথি আপ্যায়নে কোন রকম খামতি রাখে না এখানকার পরিষেবা। কেদারনাথ মন্দিরের কাছেই রয়েছে এই হোটেলটি।
7. নিউ হিমাচল হাউস
বিস্তীর্ন এলাকা জুড়ে রয়েছে এই হোটেল। রয়েছে সুসজ্জিত রুমের ব্যবস্থা। কেদারনাথ ট্রেকে এসে ভালো হোটেল এর সন্ধান পেতে চলে আসতে পারেন নিউ হিমাচল হাউস।
8. শিবালিক ভ্যালি রিসোর্ট (Shivalik Valley Resorts)
কেদারনাথ ভ্রমনে এসে পাহাড়ের কোলে, চারিদিক সবুজে ঘেরা পরিবেশে সময় কাটাতে বেছে নিতে পারেন শিবালিক ভ্যালি রিসোর্ট কে। পরিস্কার পরিচ্ছন্ন রুম, তেমনই এখানকার পরিষেবা। গৌরীকুন্ড থেকে মাত্র ৬ কিমি দুরত্বে রয়েছে এই হোটেলটি। Shivalik Valley Resorts
নিউ বাসেরা হোটেল (New Basera Hotel)
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দৃশ্য উপভোগ করতে নিউ বাসেরা হোটেলটি কিন্তু আদর্শ হতে পারে। সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড থেকে ১ কিমি দুরত্বে, আর গৌরীকুন্ড থেকে ৭ কিমি দুরত্বে রয়েছে এই হোটেলটি। New Basera Hotel