হিন্দু দেবতা শিবের অনেক রূপের মধ্যে একটি রূপ মহাকাল। আর মহাকালের এই রুপের নিদর্শন রয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে। মহাকালের এই জ্যোর্তিলিঙ্গ স্বয়ম্ভু অর্থাৎ প্রাকৃতিক ভাবেই এই লিঙ্গের আবির্ভাব হয়েছে বলে জানা যায়। মহাকালের দর্শন করতে সারাবছর এই মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। মহাকালেশ্বর মন্দির ছাড়াও এই শহরে রয়েছে একাধিক বৈচিত্রময় স্থান। আর সেই কারনেই সারাবছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। সেক্ষেত্রে ঘুরতে এসে কোথায় থাকব, কোন হোটেলটি বেস্ট হবে, এমন নানা প্রশ্নই উঠে আসে। তাই আজকের প্রতিবেদনে রইল উজ্জয়িনী শহরে মহাকালেশ্বর মন্দিরের কাছাকাছি থাকা বিশেষ কয়েকটি হোটেলের বিস্তারিত তথ্য।
1. হোটেল শিখর দর্শনঃ
মহাকালেশ্বর মন্দিরের সামনেই রয়েছে এই হোটেলটি। বাজেটের মধ্যে সুসজ্জিত হোটেল রুম পেতে বেছে নিতে পারেন এই হোটেলটিকে। হোটেলটি থেকে মন্দিরের খানিক অংশ দেখা যায়। তাই উজ্জয়িনী শহরে এসে মকালেশ্বর মন্দিরে পুজা দিতে চাইলে কাছাকাছি এই হোটেলটি বুক করতে পারেন। Hotel Shikhar Darshan
2. হোটেল রয়্যাল প্যালেসঃ
মহাকালেশ্বর মন্দির থেকে হাঁটা পথের দুরত্বেই রয়েছে হোটেল রয়্যাল প্যালেস। এই হোটেলে রয়েছে সুন্দর সাজানো বেডরুমের সাথে রয়েছে অতিথি আপ্যায়নের যাবতীয় সুযোগ সুবিধা। Hotel Royal Palace
3. হোটেল ভোলেনাথঃ
মহাকালেশ্বর মন্দির যাত্রায় এসে বাবা মহাকালের আশীর্বাদ পেতে কে না চায়। আর তার জন্যই মন্দিরের কাছাকাছি বাজেট ফ্রেণ্ডলি হোটেলের তালিকায় রয়েছে হোটেল ভোলেনাথ। উজ্জয়িনী শহরে এসে কিছুটা সময় কাটাতে এই হোটেল টা কিন্তু বেস্ট হতে পারে। Hotel Bholenath
4. হোটেল বারসানা প্যালেসঃ
হাঁটা পথে মাত্র ৫ মিনিটের দুরত্বে রয়েছে হোটেল বারসানা প্যালেস। বিস্তীর্ন এলাকা জুড়ে রয়েছে এই হোটেল। রয়েছে সুসজ্জিত রুমের ব্যবস্থা (এসি ও নন এসি)। সেইসাথে রয়েছে গাড়ি পারকিং এর ব্যবস্থা সহ আরও অন্যান্য ফ্যাসিলিটি। Hotel Barsana Palace
5. হোটেল হরি প্যালেসঃ
মহাকালেশ্বর মন্দিরের কাছেই রয়েছে হোটেল হরি প্যালেস। বাইরে থেকে হোটেলটিকে যতটা সুন্দর দেখতে হোটেলের ভিতরটাও কিন্তু বেশ সাজানো। সেইসাথে এখানকার পরিষেবাও খুবই ভালো। এই হোটেলটি বেছে নেবার অন্যতম কারণ হল, এই হোটেলটি থেকে মাত্র ১১ মিনিটের হাঁটা পথেই পড়ে রুদ্রসাগর লেক, এমনকি ট্রেনপথে উজ্জয়িনী স্টেশনে নেমে মাত্র ৩ কিলোমিটার দুরত্বেই রয়েছে এই হোটেল। তাছারাও ঘুরে দেখার মত রাম ঘাট ও এই হোটেল থেকে মাত্র ৫ মিনিটের দুরত্বে। কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রে পারকিং ব্যবস্থাও রয়েছে এই হোটেলে। Hotel Hori Palace
6. হোটেল শংকরঃ
উজ্জয়িনী শহরে ঘুরতে এসে, মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যান না এমন পর্যটকের সংখ্যা নেই বললেই চলে। সেক্ষেত্রে অনেকেই চায় মন্দিরের আশেপাশে হোটেল বেছে নিতে। সেক্ষেত্রে হোটেল শংকর কিন্তু বেস্ট হতে পারে। ট্রেনপথে উজ্জয়নী স্টেশনে নেমে ১৭ মিনিটের হাঁটা পথেই রয়েছে এই হোটেলটি। আর হোটেল থেকে ৪ মিনিটের হাঁটা পথেই রয়েছে মহাকালেশ্বর মন্দির। পাশাপাশি রয়েছে ডিলাক্স রুমের ব্যবস্থা। Hotel Shankar
7. হোটেল শ্রী গোবিন্দম গেস্ট হাউসঃ
উজ্জয়িনী শহরে সেরা বাজেট ফ্রেন্ডলি হোটেল গুলির মধ্যে একটি হল শ্রী গোবিন্দম গেস্ট হাউস। মহাকালেশ্বর মন্দিরে পুজা দেওয়ার সুবিধার্থে এই হোটেলটিকে বেছে নিতে পারেন। উজ্জয়িনী রেলওয়ে স্টেশন থেকে মাত্র ১৫ মিনিটের দুরত্বে রয়েছে এই হোটেলটি। হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল- Shree Govindam Guest House
8. হোটেল মহালোক প্যালেসঃ
উজ্জয়িনী শহরে মহাকালের দরবারে এসে সাধ্যের মধ্যে হোটেল চাইছেন? তাহলে বলি, বাজেট ফ্রেন্ডলি হোটেল গুলির তালিকায় রয়েছে আর একটি হোটেল যা আপনাদের অবশ্যই পছন্দ হবে। তা হল হোটেল মহালোক প্যালেস। মন্দির থেকে হোটেলের দুরুত্ব বলতে গেলে কয়েক পা। এখানকার রুম সার্ভিস, এসি-নন এসি রুমের ব্যবস্থা, পারকিং ব্যবস্থা খুবই ভালো। তাই আপনার পরবর্তী ডেস্টিনেশন যদি উজ্জয়িনী শহর হয়। তাহলে অবশ্যই বেছে নিতে পারেন এই হোটেলটিকে। Hotel Mahalok palace
9. হোটেল শ্রী শ্যাম প্যালেস ইনঃ
আজ যে হোটেল সম্পর্কে আপনাদের বলব, তা হল হোটেল শ্রী শ্যাম প্যালেস ইন। পরিস্কার পরিচ্ছন্ন রুমের পাশাপাশি অতিথি আপ্যায়নে কোন রকম খামতি রাখে না এখানকার পরিষেবা। রয়েছে লিফট এর ব্যবস্থাও। তাই উজ্জয়িনী শহরে এসে আর হোটেল বুকিং নিয়ে চিন্তাভাবনা করতে হবে না। সেক্ষেত্রে অনায়াসে বুক করতে পারেন এই হোটেলটি। Hotel Shree Shyam Palace INN
10. হোটেল দি নীলকান্তঃ
ভ্রমণ পিপাসু বাঙ্গালী যেমন ঘুরতে ভালবাসে তেমনই ধর্মীয় স্থানগুলিতেও তাদের অবাধ বিচরণ। তেমনই এক স্থান হল উজ্জয়িনী শহরের মহাকালেশ্বর মন্দির। আর এখানে এসে ভালো হোটেল এর সন্ধান পেতে মহাকালেশ্বর মন্দির থেকে মাত্র ১০ মিনিটের হাঁটা পথেই রয়েছে হোটেল দি নীলকান্ত। হোটেলের সঙ্গেই রয়েছে খাবারের ব্যবস্থা অর্থাৎ রেস্ট্রুডেন্ট। পাশাপাশি এই হোটেলের রুম থেকে শুরু করে পরিবেশ সবটাই পছন্দ হবে সকলের। Hotel The Neelkanth