অমরনাথে থাকার সেরা জায়গা । হোটেল

অমরনাথে থাকার সেরা জায়গা

প্রতি বছরই দেশের একাধিক ভ্রমণ পিপাসু বাঙ্গালী স্বর্গরাজ্য কাশ্মীরে ছুটে যায় এই শহরের অপার সৌন্দর্যে মুগ্ধ হতে। সেইসাথে বাবা বারফানি দর্শন তো রয়েছেই। তাই কাশ্মীরসহ অমরনাথ যাত্রায় পর্যটকদের থাকার জন্য  অমরনাথে থাকার সেরা জায়গা অর্থাৎ বেস্ট হোটেলের সন্ধান দিতেই রইল আজকের আর্টিকেল।

এছাড়াও অমরনাথ যাত্রায় পেহেলগামে লিডার নদীর ধারেও বেশ কিছু রিসোর্ট রয়েছে যা পর্যটকদের জন্য থাকার উপযুক্ত।

১. পাহালগাম হোটেলঃ

পাহালগাম পেরিয়েই শুরু হয় অমরনাথ যাত্রা, আর পাহালগামে থাকার জন্য আপনি বেছে নিতে পারেন পাহালগাম হোটেল (Pahalgam Hotel), এই হোটেলে থেকে লিডার নদী এবং তুষার-মোড়ানো পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। পাশাপাশি ভিন্ন স্বাদের কাশ্মীরি খাবার গুলোর স্বাদ নিতে বেছে নিতে পারেন এই হোটেল।

২. প্যারাডাইস ইনঃ

সবুজ উপত্যকার দৃশ্য উপভোগের সাথে বিলাসবহুল থাকার ব্যবস্থা রয়েছে এই হোটেলে। এই হোটেলে আপনি সুপার ডিলাক্স, ডিলাক্স রুমের সুবিধা পেতে পারেন। এছাড়া দর্শনীয় স্থান ভ্রমণের পরিকল্পনা করতে সুযোগ সুবিধাও প্রদান করে থাকে হোটেল প্যারাডাইস ইন

৩. হোটেল রয়্যাল হিলটনঃ

হিমালয়ের কোলে অবস্থিত রয়্যাল হিলটন হোটেলটি থেকে আপনি বরফে ঢাকা পাহাড় এবং লম্বা পাইন গাছে ঘেরা সবুজের সমারোহ উপভোগ করতে পারবেন। পাশাপাশি রয়েছে ঐতিহ্যবাহী কাশ্মীরি খাবার থেকে শুরু করে কন্টিনেন্টাল ফ্লেভার থেকে চাইনিজ খাবার। সবমিলিয়ে পাহাড়ের কোলে সুন্দর সময় কাটাতে বেছে নিতে পারেন এই হোটেল।

৪. ওয়েলকাম হোটেল পাইন এবং পিকঃ

অমরনাথ যাত্রায়, লিডার নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে বেছে নিতে পারেন আইটিসি ওয়েলকাম হোটেল, পাইন এন পিক। জনপ্রিয় পর্যটন শহরের একটি শান্ত প্রান্তে অবস্থিত, এই হোটেলটিতে বিলাসবহুল বেডরুমের সাথে রয়েছে অতিথি আপ্যায়নের যাবতীয় সুযোগ সুবিধা। তাই অমরনাথ যাত্রায়, পাহাড়ি সমাবেশে সময় কাটাতে পৌঁছে যান ওয়েলকাম হোটেল।

৫. হোটেল হিভানঃ

পাহলগামের চার তারা গুলোর তালিকায় রয়েছে হোটেল হিভান। লিডার নদীর তীরে, চারদিক সবুজে ঘেরা এই হোটেলটিতে আপনি আপনার পছন্দমত রুম পেয়ে যাবেন।

৬. হোটেল হিমালয় হাউসঃ

পাহেলগামের সেরা বাজেট হোটেল গুলির মধ্যে একটি হল হোটেল হিমালয় হাউস। এখানকার ঘরোয়া পরিবেশ পর্যটকদের বেশ পছন্দ হবে। লিডার নদী এবং পাইন বনের মনোরম দৃশ্যই এই হোটেলের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছে। এছাড়াও আপনার দিনটাকে আরও মজাদার করে তুলতে হোটেল দ্বারা পরিচালিত ট্রেকিং, ক্যাম্পিং, রিভার রাফটিং, মাছ ধরা এবং ঘোড়ায় চড়ার মতো অ্যাডভেঞ্চারাস ক্রিয়াকলাপগুলিতে অংশ নিতে পারেন।

৭.পাহলগাম রিট্রিটঃ 

সাধ্যের মধ্যে দুর্দান্ত হোটেল গুলির মধ্যে একটি হল পাহলগাম রিট্রিট। বিস্তীর্ন এলাকা জুড়ে রয়েছে এই হোটেল। রয়েছে সুসজ্জিত রুমের ব্যবস্থা। সেইসাথে রয়েছে গাড়ি পারকিং এর ব্যবস্থা সহ আরও অন্যান্য ফ্যাসিলিটি। এছাড়াও হোটেলের কাশ্মীরি ফুড রেসিপিগুলিও বেশ সুস্বাদু।

৮. হোটেল হিলটপ: 

অমরনাথ যাত্রায় এসে পাহাড়ি নির্জন পরিবেশে খানিকটা সময় কাটাতে কে না চায়, তাই আপনাদের জন্য বাজেট ফ্রেণ্ডলি হোটেলের তালিকায় রয়েছে হোটেল হিলটপ। পাহাড়ি এলাকায় মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে এই হোটেল টা কিন্তু বেস্ট হতে পারে।