এক বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন বাংলার রত্ন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু রয়ে গেছে তার স্মৃতি মানুষের মনে। অভিনেতার স্মৃতিতে আজও কাঁদে তার ছোটবেলার প্রিয় বান্ধবী বুবু।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে মন খারাপ নদীয়ার কৃষ্ণনগরের সন্ধ্যা মজুমদার। কৃষ্ণনগর শহরেই ছেলেবেলা কেটেছে অভিনেতার। তার স্মৃতি এখনো আগলে রয়েছে সেই শহরের অসংখ্য মানুষ। তাঁকে আজও মনে রেখেছেন প্রিয় বান্ধবী সন্ধ্যা মজুমদার। তিনি জানান, “আজ যদি পলু (সৌমিত্র বাবু) বেঁচে থাকত, আমার খোঁজ নিত। গলফগ্রীণের বাড়িতেও যেতে বলত। কিন্তু পলু আর নেই, আমার খোঁজ নেওয়ার লোকও নেই”।
ছাত্র থাকাকালীন প্রায় দশ বছর একসাথে পড়াশুনো করেছিলেন তারা। মারা যাওয়ার মাস দুয়েক আগেও বুবু কেমন আছে খোঁজ নিয়েছিলেন পলু। তার কোন টাকা পয়সা লাগবে কিনা জানার জন্য মাঝেমধ্যেই ফোন করতেন। টলিউডের পরিচালকরাও নাকি সৌমিত্র বাবুর জন্য সন্ধ্যা মজুমদারকে চেনেন। আজও পলুর জন্য রাতে ঘুমাতে পারেন না তার প্রিয় বান্ধবী।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সকলকে ছেড়ে চলে গেছেন ঠিকই কিন্তু এইভাবেই হয়তো থেকে যাবেন হাজার মানুষের ভিড়ে। আজও ফেলুদা পড়তে বসলেই তার স্মৃতি ভেসে আসবে। বাংলা সিনেমা যতদিন থাকবে বেঁচে থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
সূত্রঃ bongtrend . com/soumitra-chatterjee-childhood-friend-reminds-him/