সেরা 40 টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি । চিরন্তনী বাণী

মুজিবুর রহমানের উক্তি

বাংলাদেশের সাথে যে নামটি সবচেয়ে বেশি জড়িত তা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবুর রহমানকে বাংলাদেশের জনক বলা হয়। শুধু তাই নয়, তাকে এদেশের জাতির পিতাও মনে করা হয়। বলা হয়, শেখ মুজিবুর রহমান না থাকলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। তিনিই পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু করেন এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেন। শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজকের প্রতিবেদনে বিশেষ কয়েকটি মুজিবুর রহমানের উক্তি শেয়ার করব যা সকলকে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি হন এবং তারপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তিনি শেখ মুজিব নামেও পরিচিত। দেশের মানুষ তাকে শ্রদ্ধার পাত্র হিসেবে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল।  জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে মধ্যবিত্ত পরিবার থেকে আসা কোটি কোটি মানুষের মন জয় করেছেন তিনি।

Read more: 60 টি হুমায়ুন আহমেদের উক্তি (অনুপ্রেরণামূলক উক্তি)

তিনি বাংলাদেশকে মুক্ত করতে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দেন। পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়ে বাংলাদেশ স্বাধীন হলে বঙ্গবন্ধু প্রথম রাষ্ট্রপতি হন। পরে তিনি প্রধানমন্ত্রীও হন। বাংলাদেশে অভ্যুত্থান হলে রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। এ ঘটনায় তার দুই মেয়ে বেঁচে যায়, যাদের একজন শেখ হাসিনা ও অন্যজন শেখ রেহানা।

 জাতির পিতা

 জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বিখ্যাত উক্তিঃ 

শেখ মুজিবুর রহমান একা বাংলাদেশের নন। তিনি সকল বাঙালির মুক্তির দূত। তার বাঙালি জাতীয়তাবাদ বাঙালি সভ্যতা ও সংস্কৃতির নব উদ্ভব। তিনিই বাঙালির নায়ক, অতীতে এবং যুগে যুগে। মুজিবুর রহমানের উক্তি গুলি আজও আমাদের জীবন পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

আমার সবচেয়ে বড় শক্তি হল আমার জনগণের প্রতি ভালবাসা, আমার সবচেয়ে বড় দুর্বলতা হল আমি তাদের খুব বেশি ভালবাসি।

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

যে মরতে প্রস্তুত, তাকে কেউ মারতে পারবে না।

পৃথিবী দুই ভাগে বিভক্ত, নিপীড়িত ও অত্যাচারীত। আমি নির্যাতিতদের পাশে আছি।

Read more: 70 টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি  

দেশ থেকে সকল অন্যায়, অবিচার, শোষণ দূর করতে প্রয়োজনে আমি আমার জীবন উৎসর্গ করব।

দেশ থেকে সকল অন্যায়, অবিচার, শোষণ দূর করতে প্রয়োজনে আমি আমার জীবন উৎসর্গ করব।

হিন্দু-মুসলিম, বাঙালি-অবাঙালি সবাই আমাদের ভাই। তাদের রক্ষা করার দায়িত্ব আপনার উপর। আমাদের সুনাম যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয় তা নিশ্চিত করুন।

মানুষকে ভালোবাসলে মানুষও আপনাকে ভালোবাসবে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবনও দিতে পারে।

মানুষ তাদের নিজেদের স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করছে।

একজন মানুষ হিসাবে, যা মানবজাতিকে উদ্বিগ্ন করে তা আমাকেও উদ্বিগ্ন করে।

Read more: 60 টি সেরা কাজী নজরুল ইসলামের উক্তি

ভিক্ষুদের কোন সম্মান নেই। বিদেশ থেকে ভিক্ষা করে দেশ গঠন করা যায় না। দেশের মধ্যেই অর্থ উপার্জন করতে হবে।

স্মরণীয় কিছু উক্তি

মুজিবুর রহমানের স্মরণীয় কিছু উক্তিঃ

আমি স্পষ্ট এবং স্বার্থহীনভাবে বলতে চাই যে, আমাদের দেশ হবে একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক দেশ। এদেশে শ্রমিক, কৃষক, হিন্দু-মুসলিম সবাই শান্তিতে ও সম্প্রীতির সাথে বসবাস করবে।

আমরা লেবেল দেখানো ইসলামে বিশ্বাস করি না। আমরা ইনসাফের ইসলামে বিশ্বাস করি। আমাদের ইসলাম হ’ল নবী মোহাম্মদ (সাঃ)- এর ইসলাম – যা বিশ্বকে যুক্তি ও ন্যায়বিচারের অতীন্দ্রিয় সূত্র শিখিয়েছে।

বাঙালি জাতীয়তাবাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হবে।

 মুজিবুর রহমানের উক্তি

অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনোদিন একসাথে হয়ে দেশের কোনো কাজে নামতে নেই। তাতে দেশসেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়।

Read more:  100 টি সেরা বিখ্যাত ব্যক্তিদের উক্তি

আমাদের অবশ্যই আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে।

একজন বাঙালী হিসেবে, আমি বাঙালিদের উদ্বেগজনক সমস্ত কিছুর সাথে গভীরভাবে জড়িত। এই চিরস্থায়ী সম্পৃক্ততা স্থায়ী ভালবাসার দ্বারা জন্মগ্রহণ করে এবং লালিত হয়, যা আমার রাজনীতি এবং আমার অস্তিত্বকে অর্থ দেয়।

 মুজিবুর রহমানের উক্তি

ভিক্ষুদের কোন সম্মান নেই। বিদেশ থেকে ভিক্ষা করে দেশ গঠন করা যায় না। দেশের মধ্যেই অর্থ উপার্জন করতে হবে।

আমরা শিখেছি কিভাবে নিজেদের জীবন উৎসর্গ করতে হয়, তাই এখন কেউ আর আমাদের আটকাতে পারবে না।

জীবন খুব ছোট এটা মনে রাখবেন। মৃত্যুর পর কয়েক গজ কাপড় ছাড়া আমি বা তুমি কিছুই বহন করব না। তাহলে আপনি কেন মানুষকে শোষণ করবেন, মানুষকে নির্যাতন করবেন?

Read more:  ভগবত গীতার নির্বাচিত কিছু বাণী

যখন আপনি একজন ভদ্রলোকের সাথে খেলবেন, তখন আপনি নিজেও একজন ভদ্রলোকের মতো খেলবেন। কিন্তু আপনি যখন জারজদের সাথে খেলবেন, তখন নিশ্চিত হয়ে নিন যে আপনও একটি বড় জারজের মতো খেলবেন। নাহলে আপনি হেরে যাবে।

চিরন্তনী বাণী

বঙ্গবন্ধু মুজিবুর রহমানের চিরন্তনী বাণীঃ  

ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ। যেখানে মুসলমানরা তাদের ধর্ম পালন করবে। হিন্দুরা তাদের বিশ্বাস পালন করবে। খ্রিস্টান-বৌদ্ধরাও তাদের ধর্ম পালন করবে। এ দেশে ধর্ম বিরোধী কেউ নেই কিন্তু আছে অসাম্প্রদায়িকতা। এখানে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে পণ্য হিসেবে ব্যবহার করা যাবে না। এখানে ধর্মের নামে মানুষকে লুট করা যাবে না। বাংলার মাটিতে ধর্মের নামে রাজাকার ও আলবদর তৈরির রাজনীতি আর বরদাস্ত করা হবে না। সাম্প্রদায়িকতার রাজনীতি হতে দেওয়া হবে না।

আমাদের মতো অন্যান্য দেশ যারা সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তাদেরও দৃঢ় বিশ্বাস রয়েছে। আমরা কষ্ট পেতে পারি কিন্তু আমরা হার মানব না। টিকে থাকার চ্যালেঞ্জের জন্য জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। আত্মনির্ভরশীলতা অর্জনই আমাদের লক্ষ্য।

সোনার মানুষ ছাড়া সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়।

জনগণের সমর্থন ছাড়া শুধুমাত্র আইনের মাধ্যমে দুর্নীতিকে পরাস্ত করা সম্ভব নয়।

 মুজিবুর রহমানের উক্তি

Read more: 40 টি সেরা স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী

আমার সমগ্র দেশবাসীর কল্যাণের স্বার্থে আমার মত সামান্য মানুষের জীবনের মূল্য কতটুকু? নির্যাতিত দেশবাসীর প্রাণ রক্ষার জন্য, তাদের স্বাধীনতা দিতে সংগ্রাম করার মত আর কোন মহৎ কাজ আছে বলে আমার মনে হয় না।

গণআন্দোলন ছাড়া, গণবিপ্লব ছাড়া বিপ্লব হয় না।

দেশের জন্য প্রাণ হারানো লাখো শহীদের আত্মা তখনই তৃপ্তি পাবে যখন এই স্বাধীন দেশে মানুষ পেট ভরে খেতে পাবে, পাবে মর্যাদাপূর্ণ জীবন।

সাত কোটি বাঙালির ভালোবাসার কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা কখনও হারাতে পারব না।

 মুজিবুর রহমানের উক্তি

আমার কৃষকরা দুর্নীতিবাজ নয়। আমার শ্রমিকরা দুর্নীতিবাজ নয়। আমাদের চাষীরা হল সবচেয়ে বেশি নির্যাতিত। তাদের এই অসহায় অবস্থার উন্নতির জন্য আমাদের উদ্যোগের একটা অংশ তাদের জন্য নিয়োজিত করতে হবে।

Read more:  40 টি সেরা জীবন বদলে দেওয়ার উক্তি

একসময় আমি বলেছিলাম দুর্গ তৈরি করতে, শত্রুদের বিরুদ্ধে জিহাদ শুরু করতে। কিন্তু আজ আমি বলবো বাংলাদেশের জনগণের এক নম্বর কাজ হবে বাংলার মাটি থেকে দুর্নীতিবাজদের নির্মূল করা এবং আমার আপনাদের সাহায্য চাই।

অনুপ্রেরণামূলক উক্তি

শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণামূলক উক্তিঃ

রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্য যে চারটি জিনিসের প্রয়োজন, তা হল- নেতৃত্ব, আদর্শ, নিঃস্বার্থ কর্মী এবং সংগঠন।

বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে, ঠিক তেমনি পরগাছাও জন্ম নেয়। ঠিক তেমনই, বাংলাদেশে  কতগুলো রাজনৈতিক পরগাছা রয়েছে, যারা বাংলার আপামর মানুষের বর্তমান দুঃখ-কষ্টের জন্য দায়ী।

বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে, ঠিক তেমনি পরগাছাও জন্ম নেয়।

পবিত্র ধর্মকে কখনও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না।

অত্যাচারিত বাংলাকে আমরা সোনার বাংলা করে গড়ে তুলতে চাই। যে বাংলায় আগামীদিনের মায়েরা হাসবে, শিশুরা খেলবে। তবেই আমরা এক শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে পারব।

আমার জীবনের একমাত্র কামনা, নতুন করে গড়ে উঠবে এই বাংলা। বাংলার মানুষ হাসবে, মুক্ত হাওয়ায় বাস করবে, পেট ভরে খেতে পাবে, নিজেদের অধিকার ফিরে পাবে।

মানুষ যেখানেই থাকুক না কেন, সেখানে তারা আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না।

মানুষ যেখানেই থাকুক না কেন, সেখানে তারা আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না।

 

বাংলার মাটিতে যুদ্ধ অপরাধীর বিচার হবেই।

আমি তোমাদের স্বাধীনতা দিলাম, তোমরা আমার মান রেখো।

বাঙালি – অবাঙালি, হিন্দু- মুসলমান সবাই আমাদের আপনজন, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের।

গরীবের উপর অত্যাচার করলে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে।

Read more: 40 টি সেরা মনীষীদের বাণী এবং উক্তি

আশা করি আজকের পোস্টে মুজিবুর রহমানের উক্তি গুলি সকলের ভালো লাগবে।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন ও উত্তর (Frequently asked questions): 

Q. শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?

A. ১৯২০ সালের ১৭ মার্চ, ঢাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম।

Q. শেখ মুজিবুর রহমানকে কিভাবে হত্যা করা হয়েছিল?

A. তিনি পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য ছয় দফা দাবি করেন। বাংলাদেশের স্বাধীনতার মাত্র তিন বছর পর, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনী একটি অভ্যুত্থান ঘটায় এবং মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হামলায় শেখ মুজিবুর রহমান তার পরিবার ও কর্মচারীসহ নিহত হন। শুধু তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার প্রাণ রক্ষা পায় কারণ তারা সে সময় জার্মানিতে চলে গিয়েছিল।

Q. শেখ মুজিবুর রহমানের হত্যার কারণ কি ছিল? 

A. ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছিল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সে সময় শেখ মুজিবুর রহমান জাতীয়করণের ওপর ব্যাপক জোর দেন। সভাপতি হওয়ায় কেন্দ্রীয় রাজনীতিতে তার প্রধান মনোযোগ থাকলেও ধীরে ধীরে তার বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে।

যার ফলে তিনি স্বজনপ্রীতির অভিযোগে অভিযুক্ত হতে থাকেন। চার বছর অতিবাহিত হতেই বিভিন্ন মহলের মধ্যে তার বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। যা মুজিবুর রহমানের মৃত্যুর অন্যতম কারণ।

Q.  কত সালে এবং কোথায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

A. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়।

Q. বঙ্গবন্ধুকে কবে ‘জাতির জনক’ উপাধি দেওয়া হয়?

A.  ১৯৭১ সালের ৩ মার্চ।