জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘গৌরী এলো’। ধারাবাহিক শুরু হয়েছে টিভির পর্দায় বছরের প্রথমদিকে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী মেঘনা মাইতি। যার বয়স মাত্র ১৬ বছর। সবে দশম শ্রেণিতে পড়েছেন এই মেয়েটি। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে আচমকাই অভিনয় জগতে সুযোগ।
‘গৌরী এলো’ ধারাবাহিকের গল্প যে দর্শক পছন্দ করেন তা টিআরপির তালিকা বলে দেয়। এক থেকে দশের মধ্যে ঘোরাফেরা করে এই ধারাবাহিক। তবে সবাইকে চমকে এই সপ্তাহে টিআরপির প্রথম স্থান ছিনিয়ে নিল গৌরী অর্থাৎ এই মুহূর্তে বাংলার টপার গৌরী। এই প্রথমবার প্রথম স্থান দখল করল এই ধারাবাহিক। এই রেজাল্টে সকলেই চমকে গিয়েছেন।
প্রসঙ্গত, ধারাবাহিকের গল্প ভালো হলেও অধিকাংশ নেটিজেন সোশ্যাল মিডিয়ায় ‘গৌরী এলো’ ধারাবাহিকের নায়িকার অভিনয় নিয়ে বরাবর সমালোচনা করে এসেছেন। তাদের দাবি, ‘মোহনা মাইতির অভিনয় ভীষণ ন্যাকা, ভালো করে অভিনয় প্রশিক্ষণ নেওয়া উচিত’।
চলতি সপ্তাহে বাংলার টপার হওয়ার পর আরও ট্রোলিং শুরু হয়েছে। এক নেটিজেন লিখেছেন, ‘ন্যাকা অভিনয় করে এবার গৌরী হল বেঙ্গল টপার’।