বাংলার টপ ধারাবাহিক হয়েও সময় পরিবর্তন! ‘কী বলব বলুন তো!’, মুখ খুললেন সৃজন ওরফে রুবেল দাস

 রুবেল দাস

বর্তমান সময় দাঁড়িয়ে বাংলা ধারাবাহিক যে হারে অল্প সময়ের মধ্যে বন্ধ হচ্ছে, সেই বিচারে ‘নিম ফুলের মধু’ পুরনো হয়ে বাংলার শীর্ষস্থান ধরে রেখেছে। তাই এই মুহূর্তে বাংলার টপ ধারাবাহিক বলা যায় তাকে। তবে এই ধারাবাহিক নিয়ে চ্যানেলের এত বড় সিদ্ধান্ত একেবারেই গ্রহণযোগ্য নয়।

নতুন ধারাবাহিকের জন্য ‘নিম ফুলের মধু’কে সরিয়ে দেওয়া হল অন্য স্লটে। ১১ ই নভেম্বর থেকে সন্ধ্যার স্লটে সম্প্রচার হবে এই মেগা। আচমকাই ধারাবাহিকের স্লট চেঞ্জ, শুধু দর্শক নয়, অবাক এই ধারাবাহিকের কলাকুশলীরাও।

ধারাবাহিকের সময় পরিবর্তন হওয়ার প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে এই মেগার নায়ক সৃজন অর্থাৎ অভিনেতা রুবেল দাস জানান, ‘কী বলব বলুন তো! এটা সম্পূর্ণরূপে চ্যানেলের সিদ্ধান্ত। অভিনেতা হিসাবে আমার সেখানে কিছু বলার নেই। তবে হ্যাঁ, স্লট চেঞ্জের ব্যাপারটা খুব সারপ্রাইজিং। নিম ফুলের গল্প কিন্তু ফুরিয়ে এসেছে। তাই মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু স্লট যে বদল হবে সেটা জানা ছিল না।’