বড় চমক! হেরে গেল পরিণীতা, জিতে গেল জগদ্ধাত্রী

বাংলা ধারাবাহিকের টিআরপি

প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। চলতি সপ্তাহে টিআরপি অবাক করে দিল সকলকে। পরিণীতাকে হারিয়ে চলতি সপ্তাহে বেঙ্গল টপার জগদ্ধাত্রী ধারাবাহিক। একসময় বাংলার প্রথম স্থানে রাজ করত এই মেগা। বহুদিন পর আবার নিজের স্থান ফিরে পেল। যদিও বেঙ্গল টপার তালিকায় রয়েছে আরও এক মেগা ধারাবাহিক জগদ্ধাত্রী আর ফুলকি।

টানা ১৩ বার বেঙ্গল টপার হয়ে দ্বিতীয় স্থানে চলে গেল পরিণীতা ধারাবাহিক। চলতি সপ্তাহে ৭.০ নম্বর নিয়ে প্রথম স্থানে ফুলকি এবং জগদ্ধাত্রী। ৬.৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা ধারাবাহিক। ৫.৯ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ এবং ৫.৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে জায়গা দখল করেছে আজকের নায়ক পরশুরাম। পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছে চিরদিনিই তুমি যে আমার এবং গীতা এলএলবি। তাদের প্রাপ্ত নম্বর ৫.৫।

প্রথম – জগদ্ধাত্রী । ফুলকি (৭.০)

দ্বিতীয় – পরিণীতা (৬.৯)

তৃতীয় – রাঙামতি (৫.৯)

চতুর্থ – আজকের নায়ক পরশুরাম (5.8)

পঞ্চম – চিরদিনই তুমি যে আমার । গীতা LLB (৫.৫)

ষষ্ঠ – কথা (৫.৩)

সপ্তম – গৃহপ্রবেশ+চিরসখা(1 hr) | কোন গোপনে+মিত্তির বাড়ি(মহাসঙ্গম) (৫.১)

অষ্টম – অনুরাগের ছোঁয়া + রোশনাই(15min) (৪.১)

নবম – দুগ্গামণি ও বাঘমামা (45min) (৩.৬)

দশম – তুই আমার হিরো (৩.৩)