টিআরপি তালিকায় এক লাফে নম্বর বাড়ল বাংলা ধারাবাহিকগুলির। ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিককে আবার গো হারা হারিয়ে প্রথম স্থান ছিনিয়ে নিল ‘অনুরাগের ছোঁয়া’। চলতি সপ্তাহে এক লাফে অনেকটাই নম্বর বাড়ল স্টার জলসার এই জনপ্রিয় ধারবাহিক।
অন্যদিকে ধীরে ধীরে বাংলার টপারের সাথে জোর টক্কর দিচ্ছে জি-বাংলার জগদ্ধাত্রী। আগের সপ্তাহের তুলনায় ০.৬ নম্বর দ্বিতীয় স্থানে জ্যাস। ‘অনুরাগের ছোঁয়া’র থেকে মাত্র ০.৫ ব্যবধানে পিছিয়ে রয়েছে জগদ্ধাত্রী। এদিকে সন্ধ্যাতারাকে হারিয়ে তৃতীয় স্থান দখল করল নতুন ধারাবাহিক ফুলকি।
চতুর্থ স্থানে রয়েছে রাঙা বউ। টিআরপির তালিকায় এবার চমক দেখালো ‘নিম ফুলের মধু’। এক লাফে অনেকটাই নম্বর কমিয়ে পঞ্চম স্থানে উঠে এলো এই ধারাবাহিক। আগের তুলনায় চলতি সপ্তাহে প্রায় ০.৭ নম্বর বেশি পেয়েছেন সৃজন-পর্ণা।
প্রথম – অনুরাগের ছোঁয়া (৮.৯ )
দ্বিতীয় – জগদ্ধাত্রী (৮.৪)
তৃতীয় – ফুলকি (৮.২)
চতুর্থ – রাঙা বউ (৭.৩)
পঞ্চম – নিম ফুলের মধু (৭.২)
ষষ্ঠ – হরগৌরী পাইস হোটেল (৬.৬)
সপ্তম – বাংলা মিডিয়াম (৬.২)
অষ্টম – এক্কা দোক্কা (৫.৯)
নবম – পঞ্চমী (৫.৬)
দশম – খেলনা বাড়ি (৫.৫)